রূপগঞ্জ টাইগার্সের টানা ৪ হার, জিতল গুলশান

ছবি: জাওয়াদ আবরার (বামে) ও আজিজুল হক তামিম (ডানে), ক্রিকফ্রেঞ্জি

আজিজুল হক তামিম, জাওয়াদ আবরার ও খালিদ হাসানের ব্যাটে ৬ উইকেটের সহজ জয়ই পেয়েছে তরুণদের নিয়ে গড়া দলটি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চমক দেখানো গুলশানের এটি দ্বিতীয় জয়। তবে ডিপিএলের চলমান আসরে এখনও জয়ের দেখা পায়নি রূপগঞ্জ টাইগার্স। প্রথম চার রাউন্ডের সবগুলো ম্যাচেই হেরেছেন আল আমিন জুনিয়র, তানবীর হায়দাররা।
লিটন রান করবে এটাই স্বাভাবিক: সুজন
১০ মার্চ ২৫
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য তাড়ায় গুলশানকে দারুণ শুরু এনে দেন আজিজুল তামিম ও জাওয়াদ। তাদের দুজনের দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৪ রান তোলে গুলশান। একেবারে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তারা দুজন। দারুণ ব্যাটিংয়ে ৪৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন জাওয়াদ।

আরেক ওপেনার আজিজুল তামিম অবশ্য পঞ্চাশ ছোঁয়ার আগেই ফিরে গেছেন। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলে বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ফাহাদ হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। আজিজুলের বিদায়ে ভাঙেন গুলশানের ৯৫ রানের উদ্বোধনী জুটি। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর ফিরেছেন আরেক ওপেনার জাওয়াদও। ৬৭ রান করা তরুণের উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান।
মার্শালের হাফ সেঞ্চুরিতে সহজ ম্যাচ কঠিন করে জিতল অগ্রণী
৯ ঘন্টা আগে
গুলশানের রান যখন দুইশর কাছে তখন আউট হয়েছেন তিনে নামা খালিদ। ৮১ বলে ৪৩ রান করা ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন মাহমুদুল। ২১ রানে আউট হয়েছেন নাইম ইসলামও। শেষের দিকে গুলশানের জয় নিশ্চিত করেছেন ২৫ রান করা ইফতিখার হোসেন ইফতি ও ২৪ রানে অপরাজিত থাকা হাবিবুর শেখ মুন্না। রূপগঞ্জের হয়ে মাহমুদুল একাই তিনটি উইকেট নিয়েছেন।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে অমিত একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ একাই ৮৮ রান করেছেন অমিত। এ ছাড়া আরিফুল ৪০, আল আমিন জুনিয়র ২৮ ও মাহমুদুল ২৩ রান করেছেন। গুলশানের হয়ে পেসার আসাদুজ্জামান চারটি ও বাঁহাতি স্পিনার নিহাদ নিয়েছেন তিনটি উইকেট। একটি করে উইকেপ পেয়েছেন মেহেদী হাসান ও ফরহাদ রেজা।