জিম্বাবুয়ের ওয়ানডে দলে টম ও স্যাম কারানের ভাই
টম কারান ও স্যাম কারানের মতো ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বেন কারান। তবে বাবা কেভিন কারানের পথে হেঁটে জিম্বাবুয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। এবার ঘরোয়া ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জিম্বাবুয়ের ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন বেন। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ডাকা হয়েছে তাকে।