promotional_ad

জিম্বাবুয়ের ওয়ানডে দলে টম ও স্যাম কারানের ভাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
টম কারান ও স্যাম কারানের মতো ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বেন কারান। তবে বাবা কেভিন কারানের পথে হেঁটে জিম্বাবুয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। এবার ঘরোয়া ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জিম্বাবুয়ের ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন বেন। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ডাকা হয়েছে তাকে।

promotional_ad

১৯৯৬ সালে ইংল্যান্ডে জন্মেছিলেন বেন। তবে বাবা কেভিনের কোচিংয়ের স্বার্থে ২০০০ সালে জিম্বাবুয়ে পাড়ি জমাতে হয় তাদের। ফলে শৈশবের অনেকটা সময় জিম্বাবুয়েতে কাটিয়েছেন টম ও স্যামের মেজ ভাই। কিন্তু ২০১২ সালে কেভিন মারা যাওয়ায় আবারও ইংল্যান্ডে ফেরে কারান পরিবার। সেখানে ফিরে টম ও স্যাম ইংলিশ কাউন্টি ক্লাব সারের সঙ্গে চুক্তি করলেও বাবার পথে হেঁটেছিলেন বেন। 


নর্দাম্পটনের সঙ্গে চুক্তি করে ঘরোয়া ক্রিকেট শুরু করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও ইংল্যান্ডের হয়ে সুযোগ পাচ পাচ্ছিলেন না বেন। পরবর্তীতে ২০২২ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার আশায় দেশটির ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স দিয়ে আলোও ছড়িয়েছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। 


জিম্বাবুয়ের চলমান লিস্ট ‘এ’ ক্রিকেটের টুর্নামেন্ট প্রো৫০ চ্যাম্পিয়নশিপে ক্রেইগ আরভিন, জন ক্যাম্পবেলদের পেছনে ফেলে সবচেয়ে বেশি রান করেছেন বেন। মিড ওয়েস্ট রাইনসের হয়ে ৪ ম্যাচে ৬৪.৫০ গড়ে ২৫৮ রান করেছেন তিনি। যেখানে একটি সেঞ্চুরির সঙ্গে দুটি হাফ সেঞ্চুরিও করেছেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি কেউ। 



promotional_ad

একই দলের হয়ে ৪ ম্যাচের ৭ ইনিংসে ৭৪.১৪ গড়ে ৫১৯ রান করেছেন বেন। সমান দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে অভিজ্ঞ এই ব্যাটারের। এমন পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।  বেনের মতো প্রথমবার জিম্বাবুয়ের ওয়ানডে দলে ডাক পড়েছে নিউম্যান ন্যামহুরির। সবশেষ যুব বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে ৮ উইকেট পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। 


১৮ বছর বয়সী ন্যামহুরি সাউদার্ন রকসের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের সবশেষ দুই ম্যাচের একটিতে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন। তরুণ পেসারকে ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেও রাখা হয়েছে। সবশেষ পাকিস্তান সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে ফারাজ আকরাম, ব্রেন্ডন মাভুতা ও ক্লাইভ মাদান্দেকে। তবে টি-টোয়েন্টি দলে আছেন ফারাজ। এদিকে ওয়ানডে দলে ফিরেছেন ভিক্টর নুয়াচি। 


আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই টি-টোয়েন্টি হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের লড়াই। ১৭, ১৯ এবং ২১ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। সাদা পোশাকের খেলা হবে অবশ্য বুলাওয়েতে। 



টি-টোয়েন্টি স্কোয়াড- সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গুয়ান্দু, তাকুওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়াশানে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা. নিউম্যান ন্যামহুরী।


ওয়ানডে স্কোয়াড- ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, জয়লর্ড গুম্বি, ট্রেভন গুয়ান্দু, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়াশানে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা. নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নুয়াচি, সিকান্দার রাজা এবং শন উইলিয়ামস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball