promotional_ad

উইলিয়ামসনের সেঞ্চুরি মিস, কিউইদের দখলে প্রথম দিন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি মিস করলেন কেন উইলিয়ামসন। তার ৭ রানের আক্ষেপের দিনে আট উইকেটে ৩১৯ রানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। এ দিন হাফ সেঞ্চুরি মিস করেছেন টম লাথামও।


ক্রাইস্টচার্চে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে কিউইরা। দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়ের উইকেট হারায় দলটি। দারুণ এক ডেলিভারিতে তাকে কট এন্ড বোল্ড করেন গাস অ্যাটকিনসন। তারপর লাথামের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন।



promotional_ad

কিউইদের অধিনায়ক- সাবেক অধিনায়কের জুটি ভাঙেন ব্রাইডন কার্স। তার বল লাথামের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক অলি পোপের গ্লাভসে চলে যায়। ৫৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে ফিরে যান তিনি।


এরপর রাচিন রবীন্দ্রর সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ভালো খেলতে থাকা রাচিনকে ফেরান শোয়েব বশির। ৪৯ বলে ৩৪ রান আসে তার ব্যাটে। দল দুইশ রানে পৌঁছানোর আগে বিদায় নেন ড্যারেল মিচেল।


কার্সের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪৭ বলে ১৯ রান করেন মিচেল। দলীয় ২২৭ রানে বিদায় নেন উইলিয়ামসন। অ্যাটকিনসনের অতিরিক্ত বাউন্সে আসা বলটি খেলতে মিস টাইমিং করে ফেলেন তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচটি লুফে নেন জ্যাক ক্রলি। গত ছয় বছরে এবারই প্রথম নব্বই রানের ভেতর ফিরলেন উইলিয়ামসন।



১৯৭ বলে খেলা ৯৩ রানের ইনিংসটিতে ছিল দশটি ছক্কার মার। এরপর তিনশ রানে পৌঁছাতে গিয়ে আরও তিনটি উইকেট হারায় কিউইরা। টম ব্লান্ডেল ৩২ বলে ১৭, নাথান স্মিথ ১৩ বলে তিন এবং ম্যাট হেনরি ৩২ বলে ১৮ রানে ফিরে যান।


ব্যাটারদের আসা-যাওয়ার মাঝেও একপ্রান্ত আগলে রেখেছিলেন গ্লেন ফিলিপস। ৫৮ বলে ৪১ রানে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। তার সঙ্গে দিন শুরু করবেন ১৯ বলে ১০ রান করা টিম সাউদি। ইংল্যান্ডের হয়ে ৬৯ রান খরচায় চার উইকেট নেন বশির। দুটি করে উইকেট নেন অ্যাটকিনসন ও কার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball