সিলেটের কন্ডিশনে লিটনকেই গুরু মানছেন ডাচ ব্যাটাররা
নেদারল্যান্ডসের বিপক্ষে অসাধারণ ইনিংসে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের প্রশংসা কুঁড়িয়ে নেন অধিনায়ক লিটন দাস। তার ইনিংসের প্রশংসা এসেছে প্রতিপক্ষের প্রধান কোচ রায়ান কুকের মুখেও। লিটনের ইনিংসটিকে 'শিক্ষণীয়' বলেছিলেন নেদারল্যান্ডসের কোচ। আজ সংবাদ সম্মেলনে এসে সেকথাটিই যেন পুনরায় বললেন নোয়া ক্রোস। লিটনের ইনিংসটি যেন ডাচ ব্যাটারদের জন্য এই উইকেটে খেলার 'টেম্পলেট'!