লিটনের কাছ থেকে শিখতে বলছেন নেদারল্যান্ডসের কোচও

বাংলাদেশ
লিটনের কাছ থেকে শিখতে বলছেন নেদারল্যান্ডসের কোচও
ম্যাচ জয়ে লিটন দাসের পাশাপাশি অবদান রাখেন তানজিদ হাসান তামিমও ,ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অসাধারণ ইনিংসে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের প্রশংসা কুঁড়িয়ে নিয়েছেন অধিনায়ক লিটন দাস। তার ইনিংসের প্রশংসা এসেছে প্রতিপক্ষের প্রধান কোচ রায়ান কুকের মুখেও। লিটনের ইনিংসটিকে 'শিক্ষণীয়' বলছেন নেদারল্যান্ডসের কোচ।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ১৫ রান করে ফিরে গেলে উইকেটে আসেন লিটন। বাহারি সব শটের পশরা সাজিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

বাংলাদেশের অধিনায়ক এ দিন করেন ২৯ বলে ৫৪ রান। ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কার মার। তার সঙ্গে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২৪ বলে ২৯ রান। সাইফ হাসান দল জেতান ১৯ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩৬ রান করে।

বাংলাদেশের ব্যাটারদের প্রশংসায় ম্যাচ শেষে কুক বলেন, 'আমাদের বোলাররা যখনই ভুল করেছে, তখনই তারা সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত।'

'শুধু তাই নয়, আমি মনে করি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে তাদের শট মেকিংও খুব ভালো ছিল, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে লিটনের মতো একজনের কাছ থেকে, যে অসাধারণ একটি ইনিংস খেলেছে।'

ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। টস হারকে অবশ্য ম্যাচ হারের কারণ মানতে নারাজ কুক। যদিও টসের গুরুত্ব অস্বীকার করেননি তিনি। স্কোরবোর্ডে বড় রান তোলাকেই মুখ্য বলছেন তিনি।

'আমি মনে করি টস একটি ফ্যাক্টর, কিন্তু এমন নয় যে টস জেতা দলই ম্যাচ জিতবে। আমার মনে হয়, প্রথমে ব্যাট করেও জেতার উপায় আছে, তবে আপনাকে বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে।'

আরো পড়ুন: রায়ান কুক