বিপিএল আয়োজনের দায়িত্ব আইএমজির
বিপিএল নিয়ে সমালোচনা চলতেই থাকে। শুরুর দিকে আইপিএলের পরই বিপিএলকে ধরা হতো দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর দিনে দিনে মান কমেছে বিপিএলের। গজিয়ে ওঠা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগরাও নিজেদের মান বাড়িয়েছে।
বিপিএল নিয়ে সমালোচনা চলতেই থাকে। শুরুর দিকে আইপিএলের পরই বিপিএলকে ধরা হতো দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর দিনে দিনে মান কমেছে বিপিএলের। গজিয়ে ওঠা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগরাও নিজেদের মান বাড়িয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কারা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন? কার গ্রহণযোগ্যতা বেশি তা নিয়েই মূল আলোচনা। এমনকি কারা কারা কাউন্সিলর হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনা চলছে।
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। তিনি মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। দলটিতে তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটার। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে।
২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা- যা পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপ বিজয়ীদের পুরস্কার থেকেও বেশি। এমনটা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ আবারও দিলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে সিপিএলে নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন তিনি।
সিপিএলের এবারের আসরে নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে দুশর বেশি রান করেও জিততে পারল না অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। সাকিব আল হাসান ও আমির জাঙ্গোর হাফ সেঞ্চুরিতে ২০৪ রান করে অ্যান্টিগা। সেই লক্ষ্য টিম সেইফার্টের সেঞ্চুরিতে ২.১ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।
অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন। তবে কদিন আগেই গুঞ্জন উঠে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে রাখতে নির্বাচনের পরিবর্তে গঠন করা হতে পারে অ্যাডহক কমিটি। এমন আলোচনা অবশ্য ধোপে টেকেনি খুব একটা। নির্বাচন বানচালের গুঞ্জন উঠতেই ২৪ আগষ্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’
মুস্তাফিজুর রহমানের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন সাইফ হাসান। পরের বলে মোহাম্মদ সাইফউদ্দিনের স্লোয়ার ডেলিভারিতে বল হাওয়ায় ভাসিয়ে পার করলেন লং অনের সীমানা। প্রথম টি-টোয়েন্টির আগে সাইফের ব্যাটিং অনুশীলন শেষ হয়েছে ওই দুই ছক্কায়। ব্যাটিংয়ের পর কয়েক ওভার হাত ঘুরিয়েছেন অফ স্পিনে। করেছেন ফিল্ডিং অনুশীলনও। অস্ট্রেলিয়া থেকে ফিরে অনুশীলনে নিজেকে প্রস্তুত করা ডানহাতি ব্যাটার প্রথম ম্যাচে খেলবেন কিনা সেটার নিশ্চয়তা হয়ত তখনো ছিল না।
পালাবদলের মাঝে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজ জিতে ইতোমধ্যেই বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টিও জিতেছে লিটন দাসের দল।
বেশ ভালো ছন্দে আছেন লিটন দাস। শ্রীলঙ্কা সিরিজে ৫০ বলে ৭৬ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আরেক ইনিংসে ২৬ বলে ৩২ রান করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। যদিও সর্বশেষ পাকিস্তান সিরিজটি ভালো যায়নি এই ডানহাতি ব্যাটারের।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর নিজেদের ভুলগুলো তুলে ধরার পাশাপাশি পুরো সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ, লিটন দাস ও সাইফ হাসানদের প্রশংসা করে গেছেন রায়ান কুক। প্রধান কোচের মতো নোয়া ক্রোসও বাংলাদেশের পারফর্মারদের প্রশংসা করলেন। পাশাপাশি এও জানিয়ে গেলেন, প্রথম টি-টোয়েন্টিতে হারলেও এখনো ২-১ ব্যবধানে সিরিজ জিততে চান তারা। ডানহাতি ব্যাটারের বিশ্বাস, পরের দুই ম্যাচে আরও ভালো করতে পারবে নেদারল্যান্ডস।
সময় তখন দুপুর ১২ টা ৪০ মিনিট! সাড়ে ১২ টা নাগাদ সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তখন অবদি আসেননি নেদারল্যান্ডসের কেউই। অপেক্ষায় থাকা বাংলাদেশের সাংবাদিকরা খোঁজ নিতে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে মাঠের দিকে একটু এগিয়ে গেলেন। তখন বাংলাদেশের ক’জন সাংবাদিকের সঙ্গে গল্পে মজেছিলেন নেদারল্যান্ডসের মিডিয়া ম্যানেজার। কোরে রুটগার্স যখন সীমানার পাশে দাঁড়িয়ে গল্প করছেন তখন অনুশীলনের জন্য ড্রেসিং রুম থেকে এক এক করে বেরিয়ে এলেন স্কট এডওয়ার্ডস, পল ভ্যান মিকেরিনরা।