সেন্ট লুসিয়ার বিপক্ষে ২৬ বলে ৬১ রান করেন সাকিব। প্রথমে ব্যাট করতে নেমে অ্যান্টিগা তোলে ২০৪ রান। তবে সেই রান যথেষ্ট হয়নি, টিম সেইফার্টের সেঞ্চুরিতে ১৩ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে নেয় সেন্ট লুসিয়া কিংস।
ম্যাচ শেষে অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেন, 'ব্যাটিং খুব ভালো ছিল। আমরা বড় রান তুলতে পারছিলাম না কিছুদিন ধরে, আর আজকে আমরা ২০৪ করেছি। আমি এটা যেকোনো দিনই গ্রহণ করব। পাওয়ারপ্লে ভালো ছিল, যদিও আমরা একসাথে দুইটি উইকেট হারিয়েছি। কিন্তু তারপরও সাকিব এসে অসাধারণ একটা ইনিংস খেলেছে, এবং পরে ফ্যাবিয়ান অ্যালেন যেটা ভালো পারে, সেটাই করেছে। এটা ভালো স্কোর ছিল, আমি যেকোনো দিন ২০০ রানে খুশি থাকব।'
'ফিল্ডিংই ম্যাচ জিতিয়ে দেয়। প্রথম বলেই নো বল কোনো সাহায্য করে না, কারণ আমাদের শুরুতেই ছন্দ ঠিক করতে হয়। ক্যাচ ফেলেছি, সুযোগ হাতছাড়া করেছি — এসব আমাদের খরচ হয়ে গেছে। যখন আপনি ভালো উইকেটে একজন টপ কোয়ালিটির ব্যাটসম্যানকে সুযোগ দেন, সে ম্যাচ শেষ করে দেবে। ভালো উইকেটে ক্যাচ ফেললে এটা বোলারের জন্য কঠিন হয়ে পড়ে, তবে তারপরও, টিম সেইফার্ট অসাধারণ ইনিংস খেলেছে, এবং এর পুরো কৃতিত্ব তার প্রাপ্য।'
এ ছাড়া সাকিবের ইনিংস নিয়ে প্রশংসা করেন ওপেনার আমির জাঙ্গুও, ‘ওহ সাকিব ছিল অসাধারণ। সে আমার কাজ আরো সহজ করে দিয়েছে। যেভাবে সে উইকেটে এসেই মারা শুরু করে, তাতে আমার কাজ অনেক সহজ হয়ে যায়’
এই ম্যাচ জিততে না পারলেও সিপিএলে মাঝারি মানের অবস্থানেই আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
সাকিব এর আগে বল হাতে সিপিএলে দারুণ পারফর্ম করলেও, ব্যাটিংয়ে এমন ইনিংস এবারই প্রথম। তবে দলীয় পারফরম্যান্সে ঘাটতি থাকায় ম্যাচ শেষে হতাশাই সঙ্গী হয়েছে তার দলের।