পুরুষদের চেয়ে নারী বিশ্বকাপে বেশি অর্থ পুরষ্কারের ঘোষণা আইসিসির

আন্তর্জাতিক
পুরুষদের চেয়ে নারী বিশ্বকাপে বেশি টাকার প্রাইজমানি ঘোষণা আইসিসির
বাংলাদেশ নারী দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা- যা পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপ বিজয়ীদের পুরস্কার থেকেও বেশি। এমনটা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই টুর্নামেন্টে মোট পুরস্কার ১৩.৮৮ মিলিয়ন ডলার বা ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা, যা ২০২২ সালের (৩.৫ মিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৯৭ শতাংশ বেশি। পুরুষদের ২০২৩ বিশ্বকাপের মোট পুরস্কার পুল ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা।

চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ৪.৪৮ মিলিয়ন ডলার যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার জয়ীদের ১.৩২ মিলিয়ন ডলার থেকে ২৩৯ শতাংশ বেশি। এই তুলনায় পুরুষদের বিশ্বকাপজয়ীরা পেয়েছিলেন ৪ মিলিয়ন ডলার।

রানার্স-আপদের জন্য বরাদ্দ ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা, আর সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবেন ১.১২ মিলিয়ন ডলার করে। সব পরিসংখ্যানই আগের আসরের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি।

গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪,৩১৪ ডলার করে। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দলগুলো পাবে ৭০০,০০০ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২৮০,০০০ ডলার করে। অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ২৫০,০০০ ডলার পাবে।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, এই পদক্ষেপ নারী ক্রিকেটে বিনিয়োগের একটি বড় ইঙ্গিত। তার ভাষায়, 'এই পুরস্কার কাঠামো দেখায় যে, নারী ক্রিকেটাররা যদি পেশাদারভাবে খেলতে চান, তাহলে তারা পুরুষদের সমান মর্যাদা ও আর্থিক সুযোগ পাবেন।'

আরো পড়ুন: নারী বিশ্বকাপ