
জ্যোতিদের হারিয়ে চমক দেখাল বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলে দল
বিনা উইকেটে ৫০ রান থেকে ৯৪ রানে অল আউট। শারমিন সুলতানা ও ইশমা তানজিমের ব্যাটে ভালো শুরু পেলেও আচমকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী লাল দল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আফ্রিদি, আদিব ও জাহিনদের দুর্দান্ত বোলিংয়ে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৯৪ রানে অল আউট হয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। লাল দলকে ৮৭ রানে হারিয়ে চমক দেখিয়েছে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল।