এ ছাড়া অনভিষিক্ত খেলোয়াড় গ্যাভিন হোইকেও দলে রাখা হয়েছে। চোট থেকে সেরে উঠেছেন কেড কারমাইকেল এবং তিনি ফিরেছেন দলে। লরকান টাকারও আছেন এই টেস্ট দলে, যিনি ২০২৩ সালের বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবারও বাংলাদেশ সফর রাঙাতে চাইবেন তিনি।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। দলে ফিরেছেন টিম টেক্টর। বাংলাদেশে আয়ারল্যান্ডের এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সিলেট, ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২৩ সালে।
সিলেটে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর থেকে, আর দ্বিতীয় টেস্টটি ঢাকায় শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল এখন ব্যস্ত আফগানিস্তান সিরিজে। এরপর তারা সীমিত ওভারের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আয়ারল্যান্ড টেস্ট দল-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোঅ, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেগ ইয়াং।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল-
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেগ ইয়াং।