
এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সোহেল-মুকুল
এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এক বিবৃতিতে এই আসরের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এক বিবৃতিতে এই আসরের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দেশের কোচদের মান উন্নত করতে সেপ্টেম্বরে বিশেষ এক ব্যাটিং কর্মশালা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘রান স্কোরিং শো’ নামের ব্যাটিং কোচদের কর্মশালায় থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও কর্মশালায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করেননি মুশফিকুর রহিম।
প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি মিস করেছিলেন ৭৫ রানের ইনিংস খেলা ইসাক মোহাম্মেদ। বাঁহাতি ওপেনারের সেঞ্চুরি মিসে সেদিন তাঁর দলও হেরেছে। দ্বিতীয় একদিনের ম্যাচে অবশ্য এমন ভুল করলেন না। ৯ ছক্কা ও ৬ চারে ৯৫ খেললেন ১০৪ রানের ইনিংস। ইসাকের এমন ব্যাটিংয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলও সহজ জয় পেয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ইংলিশ যুবারা।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত আসরের মতো এবারও ঢাকা মেট্রো ও রংপুর দলের নেতৃত্বে থাকছেন যথাক্রমে নাইম শেখ ও আকবর আলী। এই দুই ক্রিকেটার ছিলেন গতবারের ফাইনালে মুখোমুখি হওয়া দলের অধিনায়ক। এবারও তাদের নেতৃত্বে দল দুটি মাঠে নামবে শিরোপা পুনরুদ্ধার ও ধরে রাখার লক্ষ্যে।
আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর আগে একই দলে খেলার ঘোষণা এসেছে সাকিব আল হাসানেরও।
আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেহেতু বুলবুল হু*মকি পেয়েছেন, সেক্ষেত্রে অভিযোগের তীর অনেকটাই যায় তামিম ইকবালের দিকে। কেননা আসন্ন বিসিবি নির্বাচনে বুলবুলের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই।
এশিয়া কাপ ২০২৫-এর আগে আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক। দেশ ছাড়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল শুধুমাত্র অংশগ্রহণ করতে যাচ্ছে না, বরং চোখ রেখেছে শিরোপার দিকেই।
জেলা ও বিভাগীয় কোচদের আধুনিক ক্রিকেট কোচিংয়ের ধারণা দিতে জুলাই থেকে কোচিং কোর্স করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, তালহা জুবায়ের, মেহরাব হোসেনরা কাজ করছেন দেশের কোচিংয়ের প্রেক্ষাপট বদলে দিতে। বিসিবির প্রচেষ্টায় সেটা হচ্ছে আরও পরিসরে। সেটা অবশ্য জেলা কিংবা বিভাগীয় কোচদের নিয়ে নয়।
অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেই লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে দেশের ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তি তিন নির্বাচন কমিশনারের নাম প্রকাশ করেছে বিসিবি। দায়িত্ব বুঝে নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তারা।
জিততে হলে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ সামনে ছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের। বার্বাডোস রয়্যালসের পেসার শেরফান রাদারফোর্ট প্রথম দুটি বলই করেন ওয়াইড। ফলে ৬ বলে ১০ দরকার ছিল অ্যান্টিগার। তখনও ব্যাটিংয়ে আদ্রিস গুস ও ইমাদ ওয়াসিম। প্রথম বলটি ডিপ এক্সট্রা কাভারে ঠেলে ২ রান নেন ইমাদ। পরের বলে আবার ওয়াইড।
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও পরিসংখ্যানে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। রশিদ খান-মোহাম্মদ নবিদের আফগানিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টিতে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি। তবুও ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোর বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখছেন না তাসকিন আহমেদ। বাংলাদেশের ফাইনাল খেলার অভিজ্ঞতার কারণেই তারা ভয় পাবে বলে মন্তব্য করেছেন ডানহাতি এই পেসার।
ভালো শুরুর পর ছন্দপতন হলেও রিজান হোসেন সেঞ্চুরির সঙ্গে কালাম সিদ্দিকীর হাফ সেঞ্চুরিতে তিনশ ছুঁইছুঁই পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট ছোট জুটিতে আশা দেখাচ্ছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটাররা। তবে স্বাগতিকদের জয়ের মুখ দেখতে দেননি সামিউন বশির রাতুল, স্বাধীন ইসলামরা। তাদের দুজনের স্পিনে ইংলিশরা থেমেছে ২০৫ রানে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।