জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট বানানোর প্রয়োজন দেখেন না সিমন্স
বাংলাদেশের বেশিরভাগ উইকেটই স্পিনারদের জন্য একেবারে স্বর্গের মতো। মিরপুর হলে তো সেটা আলাপের খুব বেশি প্রয়োজনই নেই। তবে মিরপুরের উইকেটের সঙ্গে সিলেট কিংবা চট্টগ্রামের উইকেটের খানিকটা পার্থক্য আছে। সিলেটে যেমন পেসাররা খানিকটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। চট্টগ্রামে অবশ্য পেসারদের সঙ্গে দাপট বেশি থাকে ব্যাটারদের।