২০১৩ সালের এপ্রিলের পর এবারই প্রথম ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। সেই সফরে ভারতের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেননি সালমা খাতুন-জাহানারা আলমরা। এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে না গেলেও সবশেষ কয়েক বছরে তাদের সঙ্গে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ।
গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ২০২৩ সালে মিরপুরে খেলেছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। যদিও এখনো পর্যন্ত ভারতের সঙ্গে সেভাবে ভালো করতে পারেননি জ্যোতিরা। নারী বিশ্বকাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেললেও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
মাস দেড়েকের বিরতিতে আবারও হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সূচি এখনো চূড়ান্ত না হলেও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করবেন জ্যোতিরা। ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কোটাকে। ওয়ানডে সিরিজটি পরবর্তী আইসিসি উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের ভারত সফর নিয়ে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’
ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলবে বালাদেশের মেয়েরা। তবে সেই টুর্নামেন্টে পাওয়া যাবে না জ্যোতিকে। বিশ্বকাপে যাওয়ার আগেই ছুটি নিয়েছেন তিনি। জ্যোতির পাশাপাশি এনসিএলে খেলা হচ্ছে না নাহিদা আক্তার ও মারুফা আক্তারের। বিশ্বকাপ চলাকালীন চোটে পড়েছেন নাহিদা। এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে মারুফাকে খেলাবে না বিসিবি।
 
             
                           
           
   
        