স্মৃতি মান্ধানা-ফাতিমাদের হাত মেলানোর নিশ্চয়তা দিতে পারছে না বিসিসিআই

নারী ক্রিকেট
স্মৃতি মান্ধানা-ফাতিমাদের হাত মেলানোর নিশ্চয়তা দিতে পারছে না বিসিসিআই
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব-অভিষেক শর্মারা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও দেখা যেতে পারে এমন চিত্র। হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদস্য সচিব দেবজিৎ সাইকিয়া।

সবশেষ মে মাসের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক আরও বেশি অবনতি হয়েছে। রাজনৈতিক উত্তাপ ছুঁয়ে গেছে মাঠের ক্রিকেটেও। সেই ঘটনার জেরে এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। ম্যাচ শেষেও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের।

ভারতের এমন কাণ্ডের রেশ ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। এশিয়া কাপে তিনবারের দেখায় একবারও কারও সঙ্গে হাত মেলায়নি দুই দেশের ক্রিকেটাররা। এমনকি ফাইনাল জিতলেও এসিসির পাকিস্তানি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। সেটার প্রভাব থাকতে পারে মেয়েদের বিশ্বকাপেও। আগামী ৫ অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।

সেই ম্যাচের আগেও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে হারমানপ্রীত-মান্ধানারা কী ফাতিমা সানা-সিদরা আমিনদের সঙ্গে হাত মেলাবেন? সাইকিয়া অবশ্য হাত মেলানোর নিশ্চয়তা দিতে পারছে না। তবে বিসিসিআইয়ের সদস্য সচিব জানান, এমসিসির নিয়মে যেসব ক্রিকেটীয় প্রটোকল আছে সবই মানা গবে।

বিবিসি স্টাম্পড পডকাস্টে সাইকিয়া বলেন, ‘আমি কিছুই আগে থেকে বলতে পারব না। তবে ওই শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। সব ক্রিকেটীয় প্রটোকল মানা হবে। যা এমসিসির নিয়মে রয়েছে, সবকিছুই পালন করা হবে। তবে হাত মেলানো বিষয়ে আমি এখনই কোনো নিশ্চয়তা দিতে পারছি না।’

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। হারমানদের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচটি খেলতে ইতোমধ্যে কলম্বো পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটাররা। জানা গেছে, সাইকিয়া নিশ্চয়তা দিতে না পারলেও বিসিসিআই ক্রিকেটারদের হাত না মেলানোর নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, সূর্যকুমারদের মতো হারমান-মান্ধানারাও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না।

আরো পড়ুন: নারী ক্রিকেট