বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটারদের দিকে তাকিয়ে জ্যোতি

ছবি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে জ্যোতি

বুধবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যেমের মুখোমুখি হয়েছিলেন জ্যোতি। সেই সময় তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড–স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা
১ ঘন্টা আগে
সাফল্য পেতে ব্যাটারদের দিকে তাকিয়ে আছেন জ্যোতি। বোলারদের নিয়েও যথেষ্ট আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তিনি আশা প্রকাশ করে বলেছেন, , ‘প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে।'
জ্যোতি যোগ করেন, 'পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’

গত কয়েকটি সিরিজের উদাহরণ টেনে জ্যোতি বলেছেন, ‘গত কয়েকটা সিরিজ আমরা যখন বাইরে খেলেছি, তারা অনেক ভালো করেছে। ভালো উইকেটে যত ভালো বোলিং করা যায় আরকি। এসব উইকেটে অত টার্ন পাবেন না, আর আমাদের (মাঠ) তো স্পিন নির্ভর থাকে।'
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের সূচি
১৪ মার্চ ২৫
'দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে। কিন্তু দেশের বাইরে উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে এভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকনোমিক্যাল বল করতে পারি।’
আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পুরো আসরই হবে লাহোরে। সেখান থেকে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মোকাবেলা করবে জ্যোতির দল।
১৩ এপ্রিল তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর ১৫ এপ্রিল তারা খেলনে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শেষ হবে বাংলাদেশের মেয়েরা।