মাশরাফিকে প্রশংসায় ভাসালেন গেইল

সংবাদ
মাশরাফিকে প্রশংসায় ভাসালেন গেইল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

৬৯ বলে পাঁচটি চার ও ১৮ টি ছক্কায় ১৪৬* রান। তাও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনাল ম্যাচে! একমাত্র ক্যারিবিয়ান দানব ক্রিস্টোফার হেনরি গেইলের পক্ষেই সম্ভব। 

৫৮ রানে ফাইনাল জয়ের ম্যাচটিতে ম্যাচসেরা তিনিই। ম্যাচ জিতে স্বভাবতই উচ্ছ্বসিত টি-টুয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা। উল্লেখ্য, আসরের শুরুর দিকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না গেইলকে।

তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার পরেই তাক লাগানো পারফর্মেন্স শুরু করেছেন তিনি। ম্যাচ শেষে কথা বলেছেন এসব নিয়েও। কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক মাশরাফিকেও। একইসাথে দলীয় পারফর্মেন্সের কথাই উল্লেখ করেন তিনি।

মাইক্রোফোনের সামনে জানিয়েছেন, "আমি আমার বোলিং নিয়ে কিছুটা হতাশ। আমি বিশ্বসেরা অফস্পিনার যদিও...(হাসি)। আসলে এই আসরটি খুবই ভালো ছিল। যদিও ধীরে শুরু করেছি আমরা।

তারপরেও শেষদিকে শীর্ষে আছি আমরা। চার্লস এবং ম্যাককালামও দারুণ খেলেছে। মাশরাফি খুবই ভালো অধিনায়ক। সে তার সুনাম রেখেছে। এটা পুরোটাই দলীয় সাফল্য।

ম্যানেজমেন্ট এবং ফিজিওকে ধন্যবাদ। বাংলাদেশী সমর্থকদের ধন্যবাদ উৎসাহ যোগানোর জন্য। তারা সত্যিকার অর্থেই দারুণ। আমি আশা করছি পরবর্তী আসরেও আমি এখানে খেলতে পারবো।" 


আরো পড়ুন: this topic