সূর্যকুমার-হারিসকে জরিমানা, ফারহানকে সতর্ক আইসিসির

আন্তর্জাতিক
সূর্যকুমার-হারিসকে জরিমানা, ফারহানকে সতর্ক আইসিসির
ফারহান, সূর্যকুমার ও হারিস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচেই আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন হারিসকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন। পাকিস্তানি ব্যাটার ফারহানকে জরিমানা করা হয়নি, কেবল সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ চলাকালীন ভারতীয় সমর্থকদের কটূক্তির জবাবে রউফকে হাত দিয়ে ৬-০ দেখাতে দেখা গেছে।

সেই সময় তাকে বিমান ভূপাতিত করার ভঙ্গি করতেও দেখা যায়। যা গত মে মাসে ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের ইঙ্গিত ছিল। অন্যদিকে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ফারহান বন্দুক চালানোর ভঙ্গিতে ব্যাট দিয়ে উদযাপন করেন। বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সামরিক সংঘাতের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার কারণে এই শাস্তি পেতে হয়েছে ভারতের অধিনায়ককে।

পিসিবি সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ করেছিল, অন্যদিকে বিসিসিআই রউফ ও ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল আইসিসির কাছে। দুই পক্ষের অভিযোগই আমলে নিয়ে তদন্ত শুরু করে তারা। তিন খেলোয়াড়ই অভিযোগ অস্বীকার করেছিলেন, যার ফলে শুক্রবার রিচার্ডসনের সঙ্গে শুনানির আয়োজন করা হয়।

আরো পড়ুন: এশিয়া কাপ