অর্থ পরিশোধে 'প্রথম' সিলেট

ছবি:

ক্রিকেটারদের সবার আগে পাওনা অর্থ পরিশোধ করেছে এবারের আসরের নতুন দল সিলেট সিক্সার্স। গতকাল রবিবার দলের সব ক্রিকেটারদের হাতে পাওনা অর্থের চেক তুলে দেন দলটির কর্মকর্তারা।
ক্রিকেটারদের পাওনা অর্থ বুঝিয়ে দেয়ার পর সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন, ‘বিপিএলে নিজেদের প্রথম অংশগ্রহণ হলেও, স্বল্প সময়ের মধ্যে ভালো দল গড়ার চেষ্টা ছিল।

মাঠে দলের পারফরমেন্সে আমরা খুশি। সিলেটের সমর্থকদের মতো আমাদেরও প্রত্যাশা ছিলো আরও ভালো করার। শেষ পর্যন্ত সেটি না হলেও, আমরা হতাশ নয়। নতুন মৌসুমে পূর্ণ উদ্যমে সেরা দল গড়ার চেষ্টা থাকবে আমাদের।’
বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি আসরের শুরুতে খেলোয়াড়দেরকে তাদের অর্ধেক অর্থ পরিশোধ করতে হবে। আর বাকি টাকা আসর শেষ হওয়ার পর পরই তাদের বুঝিয়ে দিতে হবে।
কিন্তু সিলেট কর্তৃপক্ষ আসর শেষ হওয়ার আগেই খেলোয়াড়দের বকেয়া সম্পূর্ণ পরিশোধ করেছে। বিপিএলের এবারের আসরে দল হিসেবে ভালো করতে পারেনি সিক্সার্সরা। নিজেদের মাঠে ভালো করলেও শেষ চারে জায়গা করে নিতে পারেনি নাসিররা।