টসে জিতে ফিল্ডিংয়ে রিয়াদের খুলনা

ছবি:

বিপিএলের শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করতে একটু পরেই মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের মুখোমুখি হতে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
হাই ভোল্টেজ এই ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক রিয়াদ। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে মাশরাফির দল রংপুর।
অন্যদিকে, ১০ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেরা চার আগেই নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। তবে মাশরাফি বাহিনীর আজকের লক্ষ্য থাকবে রিয়াদের দলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়া।
এর আগে গতকালের ম্যাচে ৪ উইকেটে হারতে হয় রংপুরকে। অন্যদিকে, চিটাগাংয়ের মাঠে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার কাছে ৯ উইকেটে হারতে হয়েছিলো মাহমুদুল্লাহদের।
ব্যাট বলে দুই দলই নিজেদের শেষ ম্যাচে খুব একটা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। গতকালের ম্যাচে ঢাকায় নিজেদের প্রথম ম্যাচে গেইল-ম্যাককালামদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৯৭ রানে অলআউট হয়েছিলো রংপুর।
বল হাতে মাশরাফিরা ভালো লড়লেও শেষমেশ কুমিল্লার কাছে ৪ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুরকে। কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে মাশরাফিদের ব্যাটিং লাইন-আপকে বেশ নড়বড়ে মনে হয়েছিলো।
অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে মাত্র ১১১ রানে অলআউট হয় মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। বল হাতেও শফিউল-রাহিরা কুমিল্লার বিপক্ষে বলার মত কিছু করতে পারেননি। তবে নিজেদের শেষ ম্যাচে ব্যাটে-বলে দুই দলই ভুগলেও আজকের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জয় তুলে নিয়ে সেরা চারে নিজেদের অবস্থান পাকা করতে চাইবে দুই দলই।
