বাবরের ফর্ম নিয়ে চিন্তার কিছু দেখছেন না আজহার

ছবি: ফিল্ডিংয়ের সময় বাবর আজম, পিসিবি

বিশেষ করে বাবর আজমের ফর্ম নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন বাবর। মাত্র ১০ রান করে আউট হয়েছেন এই ব্যাটার। তাও আবার ২৩ বলে। এমন পারফরম্যান্সের কারণে আবারও সমালোচনা হচ্ছে তাকে নিয়ে।
বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
৫ মার্চ ২৫
পাকিস্তান দলের বোলিং কোচ আজহার মাহমুদ অবশ্য বাবরের পাশেই আছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, 'সম্ভাব্য সেরা একাদশই নির্বাচন করা হয়েছে। বাবর রানের মধ্যেই আছে। তাই তার ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই।'

সর্বশেষ বিপিএলে ব্যাটে-বলে পারফর্ম করে পাকিস্তান দলে ফিরেছেন খুশদিল শাহ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে ৯ ওভার বল করে ৬৬ রান খরচ করলেও কোনো উইকেট পাননি তিনি। ব্যাট হাতে ফিরেছেন মাত্র ১৫ রানে।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৫ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। শাদাব খানকে দলের বাইরে রেখে তাকে নেয়া হয়েছে স্কোয়াডে। তাই ভক্ত সমর্থকদেরও তার প্রতি প্রত্যাশা অনেকে। কিউইদের বিপক্ষে ফখর জামান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।
ফখর ৬৯ বলে ৮৪ রান করে আউট হয়েছেন। এর বাইরে আঘা সালমান ৪০ ও ৩০ রান এসেছে তৈয়ব তাহিরের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের দেয়া ৩৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের ইনিংস থেমেছে ২৫২ রানে।