promotional_ad

বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম, একসঙ্গে আউট করা যাবে দুই ব্যাটারকে!

বিগ ব্যাশের ৮ দলের অধিনায়ক, ক্রিকেট অস্ট্রেলিয়া
বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। জনপ্রিয়তায় তারা বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগকে টেক্কা দিচ্ছে। তা ছাড়া বেশ কিছু চমকপ্রদ নিয়মের কারণে অন্য লিগগুলোর থেকে বেশ আলাদাই ধরা হয় অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টটিকে।

promotional_ad

এবার বিগ ব্যাশে আসতে চলেছে আরও কিছু অদ্ভুত নিয়ম। সেই নিয়মে এক বলে আউট করা যাবে দুই ব্যাটারকে। এ ছাড়া শুধু ব্যাটিংয়ের জন্য নামানো যাবে এক ক্রিকেটারকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি এই দুটি নিয়ম কার্যকরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার উচ্চ পর্যায়ে বৈঠকও করা হয়েছে।


আরো পড়ুন

ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট

২৭ জানুয়ারি ২৫
সেঞ্চুরি করে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক মিচেল ওয়েন

সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের আগামী আসর থেকেই দেখা যেতে পারেন নতুন এই দুই নিয়ম। প্রথম নিয়মটির নাম ধরা হয়েছে 'ডাবল প্লে রুল' সেক্ষেত্রে দুইজন ব্যাটার যদি একই সময়ে ক্রিজের বাইরে থাকেন এবং দুই প্রান্তের উইকেটই যদি ভেঙে দেয়া যায় তাহলে দুই ব্যাটারই আউট হবেন।



promotional_ad

সাধারণত রানআউটের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োগ বেশি দেখা যেতে পারে। অনেক সময়ই দেখা যায় ভুল বোঝাবুঝিতে দুই ব্যাটারই উইকেটের মাঝ পথে দাঁড়িয়ে থাকেন। সেই সময় যে প্রান্তের উইকেট ভাঙা হয়েছে সেই প্রান্তের দিকে থাকা ক্রিকেটারকে ফিরে যেতে হয়।


আরো পড়ুন

শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস

১ ঘন্টা আগে
টেস্ট পোশাকে রমেশ মেন্ডিস, এসএলসি

এবার দুই ব্যাটারকেই আউটের সুযোগ থাকবে দলগুলোর। দ্বিতীয় নিয়মটির নাম করণ করা হয়েছে ‘ডেজ়িগনেটেড হিটার’। এই নিয়মে বিপক্ষ দলকে একজন ক্রিকেটারকে বেঁছে নিতে বলা হবে। যিনি হবে শুধুই ব্যাটার।



তার ফিল্ডিং না করলেও চলবে। অথবা তার পরিবর্তে অন্য ফিল্ডারও নামানো যাবে। আপাতত দুই নিয়ম নিয়েই ক্রিকেটার ও সম্প্রচার কারীদের সঙ্গে আলোচনা চলছে। এরপর দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবে আয়োজকরা। মূলত দ্রুত ম্যাচ শেষ করা ও দর্শকদের কাছে বিগ ব্যাশকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই দুই নিয়ম আনা হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball