বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম, একসঙ্গে আউট করা যাবে দুই ব্যাটারকে!
ছবি: বিগ ব্যাশের ৮ দলের অধিনায়ক, ক্রিকেট অস্ট্রেলিয়া
এবার বিগ ব্যাশে আসতে চলেছে আরও কিছু অদ্ভুত নিয়ম। সেই নিয়মে এক বলে আউট করা যাবে দুই ব্যাটারকে। এ ছাড়া শুধু ব্যাটিংয়ের জন্য নামানো যাবে এক ক্রিকেটারকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি এই দুটি নিয়ম কার্যকরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার উচ্চ পর্যায়ে বৈঠকও করা হয়েছে।
ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট
২৭ জানুয়ারি ২৫সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের আগামী আসর থেকেই দেখা যেতে পারেন নতুন এই দুই নিয়ম। প্রথম নিয়মটির নাম ধরা হয়েছে 'ডাবল প্লে রুল' সেক্ষেত্রে দুইজন ব্যাটার যদি একই সময়ে ক্রিজের বাইরে থাকেন এবং দুই প্রান্তের উইকেটই যদি ভেঙে দেয়া যায় তাহলে দুই ব্যাটারই আউট হবেন।
সাধারণত রানআউটের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োগ বেশি দেখা যেতে পারে। অনেক সময়ই দেখা যায় ভুল বোঝাবুঝিতে দুই ব্যাটারই উইকেটের মাঝ পথে দাঁড়িয়ে থাকেন। সেই সময় যে প্রান্তের উইকেট ভাঙা হয়েছে সেই প্রান্তের দিকে থাকা ক্রিকেটারকে ফিরে যেতে হয়।
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস
১ ঘন্টা আগেএবার দুই ব্যাটারকেই আউটের সুযোগ থাকবে দলগুলোর। দ্বিতীয় নিয়মটির নাম করণ করা হয়েছে ‘ডেজ়িগনেটেড হিটার’। এই নিয়মে বিপক্ষ দলকে একজন ক্রিকেটারকে বেঁছে নিতে বলা হবে। যিনি হবে শুধুই ব্যাটার।
তার ফিল্ডিং না করলেও চলবে। অথবা তার পরিবর্তে অন্য ফিল্ডারও নামানো যাবে। আপাতত দুই নিয়ম নিয়েই ক্রিকেটার ও সম্প্রচার কারীদের সঙ্গে আলোচনা চলছে। এরপর দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবে আয়োজকরা। মূলত দ্রুত ম্যাচ শেষ করা ও দর্শকদের কাছে বিগ ব্যাশকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই দুই নিয়ম আনা হচ্ছে।