লঙ্কা টি-টেনের অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে চান সাব্বির
ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সাব্বির রহমান, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটাররা খেলেছেন এনসিএল টি-টোয়েন্টি। তবে এই সময়ে লঙ্কা টি-টেনে ব্যস্ত ছিলেন মারকুটে এই ব্যাটার। এই টুর্নামেন্টে গিয়ে খালি হাতে ফিরতে হয়নি সাব্বিরকে। দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন হয়েই।
যদিও ব্যাট হাতে হতাশ করেছেন তিনি ছয় ম্যাচে ২০৭ স্ট্রাইক রেটে তিনি করেন কেবল ৫৮ রান। তবে সাব্বির আশাবাদী লঙ্কা টি-টেনের অভিজ্ঞতা তিনি বিপিএলে উজাড় করে দিতে পারবেন। হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেও দাবি তার।
দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির বলেছেন, 'আত্মবিশ্বাস তো অবশ্যই বেড়েছে। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট (লঙ্কা টি-টেন) গেছে। আমার মনে হয়, যতটুকুই খেলতে পেরেছি, আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।'
সাব্বির এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। দলটিতে আছেন একাধিক তারকা ক্রিকেটার। জনসন চার্লস, হাবিবুর রহমান সোহান, লিটন দাস ও তানজিদ হাসান তামিমদের ভীড়ে তার একাদশে জায়গা হবে কিনা তা নিয়েই শঙ্কা রয়েছে।
সাব্বির অবশ্য আশাবাদী। দল চাইলে ৫-৬ নম্বরেও ব্যাট করতে রাজি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'টি-টেন লিগের খেলাটা বিপিএলে অনেক বড় কাজে দেবে। সেখানে যে দায়িত্বে খেলেছি, এখানে ৫-৬ নম্বরে হয়তো খেলব, অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য। আত্মবিশ্বাসটাও ভালো হবে।'