promotional_ad

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত

আউট হয়ে ফিরে যাচ্ছেন রোহিত শর্মা, আইসিসি
ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব কাটিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। বাকি ছিল সূচি ঘোষণা। আর কারা হতে যাচ্ছে নিরপেক্ষ সহ-আয়োজক তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে জানা গেছে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির একাংশ।

promotional_ad

আগামী ১৯ নভেম্বর করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসির এই টুর্নামেন্টের। ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইতে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে আগামী ২৪ ফেব্রুয়ারি। একই মাঠে গ্রুপের শেষ ম্যাচ ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন সৈকত

৭ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফাইল ফটো

এই টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তানের লড়াই হবে দুবাইতে আগামী ২৩ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অংশ নিচ্ছে ৮টি দল। 'এ' গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।



promotional_ad

‘বি’ গ্রুপের খেলা শুরু ২১ ফেব্রুয়ারি। সেদিন সাউথ আফ্রিকার মোকাবেলা করবে আফগানিস্তান। আর পরদিন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মাঠে নামবে। ২৫ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। প্রথম সেমি ফাইনালে রাখা হয়েছে ৪ মার্চ। পরের দিন দ্বিতীয় সেমি ফাইনাল। আর ফাইনাল ম্যাচের জন্য ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।


আরো পড়ুন

বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদ ছাড়লেন তিলকারত্নে

১১ ঘন্টা আগে
হাসান তিলকারত্নে, ফাইল ফটো




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball