promotional_ad

‘এত বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি
দলগতভাবে বাংলাদেশের পারফরম্যান্সে আরও অনেক ধারাবাহিকতার আশা করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। লম্বা সময় ধরে ক্রিকেট খেলে আসা দলটির কাছে আরও বেশি পরিণতবোধ এবং ভালো ফলাফলের প্রত্যাশা করছেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ।

promotional_ad

মাসখানেক আগে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরের সময়টা অবশ্য ভালো যায়নি টাইগারদের। পরের টেস্ট সিরিজে ভারতের মাটিতে টেস্টে ২-০ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরে আসে নাজমুল হোসেন শান্তর দল।


এর রেশ কাটতে না কাটতেই সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। তারপর ওয়েস্ট ইন্ডিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে বাজেভাবেই হারে বাংলাদেশ। পরের টেস্টেই অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 


দারুণ জয়ে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা। পরের সিরিজে আবারও ছন্দপতন। ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয় ৩-০ ব্যবধানে। এরপর টি-টোয়েন্টি সিরিজে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা।


promotional_ad

টাইগারদের সার্বিক পারফরম্যান্স নিয়ে দেশে ফিরে গণমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, 'যদি টি-টোয়েন্টি জিতেও থাকি, তবু আমাদের দুর্বলতা রয়েছে।আমাদের অনেক জায়গা আছে, যেগুলো তাড়াতাড়ি উন্নতি করতে হবে। আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত। কারণ, অপেক্ষা করতে করতে অনেক দিন পেরিয়ে যায়।'


'আমরা এত বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত, যেখানে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলব। সেটার জন্য আমাদের যে জায়গাগুলো দেখা দরকার, সেগুলো তাড়াতাড়ি দেখব।'


দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজই প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সালাহউদ্দিনের। এই সিরিজে জাতীয় দলের ক্রিকেটারদের বেশ কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন এই কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেগুলো কাটিয়ে ওঠতে চান তিনি।


সালাহউদ্দিন আরও বলেন, 'আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন? আমার মনে হয় যে প্রতিটা সিরিজেই যেন ছেলেরা উন্নতি করতে পারে, সেটাই আমাদের জন্য বড় ব্যাপার হবে। যে সিরিজে আমাদের মনে হয় অনেক কিছুই ছিল না, তবে আমার মনে হয় ছেলেরা ভালোই খেলেছে।'


'আরও ভালো হয়তো হতে পারত। সেখান থেকে যতটুকু করেছে, একটা নতুন দল বা নতুন গোছানো দল হিসেবে তারা যথেষ্ট ভালো করেছে। আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে। সেটা যদি সবার সামনে বলি, ঠিক হবে না। আমাদের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball