ফলো অন এড়িয়েই জয়ের উল্লাস ভারতের
ছবি: আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহ (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি
ব্রিসবেনে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ভারত শুরু করে চার উইকেটে ৫১ রান নিয়ে। ফলো অন এড়াতে দলটিকে করতে হতো ২৪৬ রান। ফলো অন এড়ানোয় ভারতের হয়ে বড় ভূমিকা রাখেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার।
ওপেনার রাহুলের ব্যাটে আসে ১৩৯ বলে ৮৪ রান, আর জাদেজা করেছেন ১২৩ বলে ৭৭ রান। দলকে ৭৪ রানে রেখে অধিনায়ক রোহিত শর্মা ফেরার পর ষষ্ঠ উইকেটে ৬৭ রান যোগ করেন এই দুজন। প্যাট কামিন্সর বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ১০ রানে ফিরে যান রোহিত।
বড় জুটির পর রাহুল যখন ফিরে যান তখন ভারতের রান ১৪১। নাথান লায়নের বলে স্লাইড করেছিলেন রাহুল। দারুণ রিফ্লেক্সে ডান দিকে ঝাঁপিয়ে এক হাত দিয়ে বলটি লুফে নেন স্টিভ স্মিথ। রাহুল ৩৩ রানে থাকার অবশ্য এই স্মিথই তার ক্যাচ মিস করেন।
রাহুলের বিদায়ের পর নিতিশ রেড্ডিকে নিয়ে ৫৩ রান যোগ করেন জাদেজা। ১৬ রান করে ফিরে যান রেড্ডি। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন কামিন্স। এরপর মোহাম্মদ সিরাজ ও জাদেজাও দ্রুত ফিরে যান।
এক রান করা সিরাজকে বিদায় করেন মিচেল স্টার্ক। জাদেজার উইকেটটি নেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের হাই বাউন্স পুল করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান জাদেজা, ডিপ স্কয়ারে ক্যাচ উঠলে তা লুফে নেন মিচেল মার্শ।
২১৩ রানে ভারতের নবম উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল ফলো অনে পড়তে যাচ্ছে ভারত। কিন্তু নবম উইকেটে ৩৯ রান যোগ করে ফলো অন এড়ানোর কাজটা করে ফেলেন জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ।
বৃষ্টিতে চারবার খেলা বন্ধ হওয়া চতুর্থ দিনটা ভারত শেষ করেছে ৯ উইকেটে ২৫২ রান তুলে। বুমরাহ ১০ এবং আকাশ ২৭ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৪৪৫ করে অস্ট্রেলিয়া।