অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের সামনে ৪ উইকেট নেই ভারতের
ছবি: রোহিত শর্মা (বামে), লোকেশ রাহুল (ডানে), সংগৃহীত
এ দিন বৃষ্টি নেমেছে আর থেমেছে মোট নয়বার! খেলা হয়েছে মাত্র ৩৩.১ ওভার। অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরিতে আরও ৪০ রান যোগ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আকাশ দিপের বলে ফেরার আগে ৮৮ বলে ৭০ রান করেন তিনি।
জসপ্রীত বুমরাহর বলে ফেরার আগে ৩০ বলে ১৮ রানের ইনিংস খেলেন মিচেল স্টার্ক। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর ভারত খেলে ১৭ ওভার। আর তাতেই আসা যাওয়ার মিছিলে ব্যস্ত হয় রোহিত শর্মার দল।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ছন্দে ফিরেছিলেন স্টার্ক। সেটা ব্রিসবেনেও টেনে আনেন তিনি। ভারতের ইনিংসের শুরুতেই ইয়াশভি জায়সাওয়াল এবং শুভমান গিলকে যথাক্রমে স্কয়ার লেগ এবং গালিতে মিচেল মার্শের ক্যাচ বানান এই বাঁহাতি পেসার।
জস হ্যাজেলউডের বলে বিরাট কোহলি ক্যাচ দেন উইকেটরক্ষক ক্যারিকে। কোহলির মতো ঋষভ পান্তও ক্যাচ দেন ক্যারিকে। তার উইকেটটি নেন প্যাট কামিন্স। জায়সাওয়াল, গিল, কোহলি এবং পান্তের ব্যাটে রান আসে যথাক্রমে ৪, ১, ৩ এবং ৯।
বৃষ্টি নামার এবং থামার খেলায় টিকে গেছেন ওপেনার রাহুল (৩৩*)। তার সঙ্গী অধিনায়ক রোহিত (০*)। চতুর্থ দিন এই দুজনই শুরু করবেন। পড়ন্ত বিকেলে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও ভেজা মাঠ ও আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।