promotional_ad

অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের সামনে ৪ উইকেট নেই ভারতের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রোহিত শর্মা (বামে), লোকেশ রাহুল (ডানে), সংগৃহীত
ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে গতকালই ৪০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে দলটি পৌঁছায় ৪৪৫ রানে। বৃষ্টি আসা যাওয়ার এই ম্যাচে স্বস্তিদায়ক অবস্থানে নেই ভারত। স্কোরবোর্ডে ৫১ রান তুলতেই চারটি উইকেট হারিয়েছে দলটি। ব্রিসবেন টেস্টে সফরকারীরা পিছিয়ে আছে ৩৯৪ রানে। উঁকি দিচ্ছে ফলো-অনের শঙ্কা।

promotional_ad

এ দিন বৃষ্টি নেমেছে আর থেমেছে মোট নয়বার! খেলা হয়েছে মাত্র ৩৩.১ ওভার। অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরিতে আরও ৪০ রান যোগ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আকাশ দিপের বলে ফেরার আগে ৮৮ বলে ৭০ রান করেন তিনি।


জসপ্রীত বুমরাহর বলে ফেরার আগে ৩০ বলে ১৮ রানের ইনিংস খেলেন মিচেল স্টার্ক। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর ভারত খেলে ১৭ ওভার। আর তাতেই আসা যাওয়ার মিছিলে ব্যস্ত হয় রোহিত শর্মার দল।


promotional_ad

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ছন্দে ফিরেছিলেন স্টার্ক। সেটা ব্রিসবেনেও টেনে আনেন তিনি। ভারতের ইনিংসের শুরুতেই ইয়াশভি জায়সাওয়াল এবং শুভমান গিলকে যথাক্রমে স্কয়ার লেগ এবং গালিতে মিচেল মার্শের ক্যাচ বানান এই বাঁহাতি পেসার।


জস হ্যাজেলউডের বলে বিরাট কোহলি ক্যাচ দেন উইকেটরক্ষক ক্যারিকে। কোহলির মতো ঋষভ পান্তও ক্যাচ দেন ক্যারিকে। তার উইকেটটি নেন প্যাট কামিন্স। জায়সাওয়াল, গিল, কোহলি এবং পান্তের ব্যাটে রান আসে যথাক্রমে ৪, ১, ৩ এবং ৯।


বৃষ্টি নামার এবং থামার খেলায় টিকে গেছেন ওপেনার রাহুল (৩৩*)। তার সঙ্গী অধিনায়ক রোহিত (০*)। চতুর্থ দিন এই দুজনই শুরু করবেন। পড়ন্ত বিকেলে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও ভেজা মাঠ ও আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball