তানবির-আকবরের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পেল রংপুর
![তানবির হায়দার (বামে), আকবর আলী (ডানে), ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/0882d9287fc7C8G2e76K40em.jpeg)
ছবি: তানবির হায়দার (বামে), আকবর আলী (ডানে), ক্রিকফ্রেঞ্জি
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
দলটির বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন তানবির হায়দার ও অধিনায়ক আকবর আলী। দুজনের ব্যাটে ভর করেই বিশাল জয় তুলে নিয়েছে রংপুর। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে তানবির ও মোহাম্মদ রিজওয়ান মিলে তোলেন ৫৪ রান।
বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের
২২ ডিসেম্বর ২৪![উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/42032d45016d4eg278dfn9bb.jpg)
রিজওয়ান আউট হয়েছেন ২০ বলে ২৫ রান করে। এরপর দ্রুতই আব্দুল্লাহ আল মামুনের উইকেট হারিয়েছে তারা। তিনি ফেরেন মাত্র ৬ রান করে। এরপর তানবির ও আকবর মিলে টানেন রংপুরের ইনিংস। দুজনে গড়েন ১০৩ রানের জুটি।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
তানবির আউট হয়েছেন ৪৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে। যদিও আকবর রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ২৯ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে। তার সঙ্গে আরিফুল হক অপরাজিত ছিলেন ১৫ রান করে। রাজশাহীর হয়ে তাইজুল ইসলাম ১ উইকেট নিলেও খরচা করেছেন ৬২ রান।
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত
২ জানুয়ারি ২৫![নাজমুল হোসেন শান্ত, আইসিসি](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/ae2a4omepj0cOe42Lf69a924.jpg)
আর আসাদুজ্জামান পায়েল ও ফরহাদ রেজাও নিয়েছেন একটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় রাজশাহী। তিনি মাত্র ৬ রান করে আউট হন। এরপর হাবিবুর রহমান সোহান ৩০ রান করে ফেরেন।
বাকি সময়টা রাজশাহীর ইনিংস টেনেছেন সাব্বিরই। তিনি ৫২ বলে ৭৩ রানের ইনিংস খেলে। এর বাইরে গোলাম কিবরিয়ার ব্যাট থেকে আসে ১৫ বলে ৩৮ রান। আর তাতেই বড় সংগ্রহ পায় দলটি। রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন রিজওয়ান ও আলাউদ্দিন বাবু। একটি করে উইকেট যায় মুকিদুল ইসলাম মুগ্ধ ও আরিফ আহমেদের ঝুলিতে।