ফরহাদের লড়াকু ইনিংসের পরও রাজশাহীর হার
ছবি: রাজশাহীর হয়ে একাই লড়লেন ফরহাদ রেজা, ক্রিকফ্রেঞ্জি
শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো। শেষ ওভারে দুটি উইকেট নিয়ে মেট্রোর জয়ে বড় অবদান রেখেছেন পেসার শহিদুল ইসলাম। ম্যাচ জুড়ে ৪ উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচসেরা। মেট্রোর দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি রাজশাহী। শূন্যরানেই ফিরে যান ওপেনার সাব্বির হোসেন।
দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন হাবিবুর রহমান সোহান ও প্রিতম কুমার। ৩৩ রান করে সোহান ফিরে গেলে এই জুটি ভাঙে ৪৯ থেকে ৬৬ রানের মধ্যে তারা আরও তিন উইকেট হারিয়েছে। মেহরব হাসান আউট হয়েছেন মাত্র ১ রান করে। প্রিতম ফেরেন ১৯ রান করে। শাখির হোসেন আউট হন মাত্র ৫ রান করে।
বেশিদূর এগোতে পারেননি গোলাম কিবরিয়াও। তিনি ১১ রান করেন। এরপর একপ্রান্ত আগলে রেখে রাজশাহীর রান বাড়িয়েছেন ফরহাদ। তাকে আর কেউই সঙ্গ দিতে পারেননি। মূলত ফরহাদ ৩৫ বলে ৬০ রান করে শেষ ওভারে ফিরে গেলে জয়ের আশা শেষ হয়ে যায় রাজশাহীর। এরপর তারা আর ২ বলে ৯ রানের সমীকরণ মেলাতে পারেনি। শহিদুলের শেষ ওভারে তারা তুলতে পেরেছে কেবল ১ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নাইম শেখের ২৩ বলে ৪৩ ও তাহজিবুল ইসলামের ৩১ রানের ইনিংসে ভর করে ১৬২ রানের পুঁজি পায় মেট্রো। মূলত শেষের ব্যাটারদের ব্যর্থতার কারণেই তাদের রান আর বাড়েনি। দলটির শেষের ছয় ব্যাটারের কেউই পাননি দুই অঙ্কের দেখা। রাজশাহীর হয়ে মোহর শেখ একাই নেন ৩ উইকেট। আর ২টি উইকেট নেন নিহাদউজ্জামান। আর একটি করে উইকেট যায় শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, ফরহাদ ও সাব্বির।