promotional_ad

ফরহাদের লড়াকু ইনিংসের পরও রাজশাহীর হার

রাজশাহীর হয়ে একাই লড়লেন ফরহাদ রেজা, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা মেট্রোর দেয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল রাজশাহী। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ২১ রান। ততক্ষণে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ফরহাদ রেজা। ফলে ম্যাচ অনেকটাই হেলে ছিল রাজশাহীর দিকে। তবে আবু হায়দার ও শহিদুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে হাতের মুঠোয় থাকা ম্যাচও জিততে পারেনি রাজশাহী।

promotional_ad

শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো। শেষ ওভারে দুটি উইকেট নিয়ে মেট্রোর জয়ে বড় অবদান রেখেছেন পেসার শহিদুল ইসলাম। ম্যাচ জুড়ে ৪ উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচসেরা। মেট্রোর দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি রাজশাহী। শূন্যরানেই ফিরে যান ওপেনার সাব্বির হোসেন।


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন হাবিবুর রহমান সোহান ও প্রিতম কুমার। ৩৩ রান করে সোহান ফিরে গেলে এই জুটি ভাঙে ৪৯ থেকে ৬৬ রানের মধ্যে তারা আরও তিন উইকেট হারিয়েছে। মেহরব হাসান আউট হয়েছেন মাত্র ১ রান করে। প্রিতম ফেরেন ১৯ রান করে। শাখির হোসেন আউট হন মাত্র ৫ রান করে। 


promotional_ad

বেশিদূর এগোতে পারেননি গোলাম কিবরিয়াও। তিনি ১১ রান করেন। এরপর একপ্রান্ত আগলে রেখে রাজশাহীর রান বাড়িয়েছেন ফরহাদ। তাকে আর কেউই সঙ্গ দিতে পারেননি। মূলত ফরহাদ ৩৫ বলে ৬০ রান করে শেষ ওভারে ফিরে গেলে জয়ের আশা শেষ হয়ে যায় রাজশাহীর। এরপর তারা আর ২ বলে ৯ রানের সমীকরণ মেলাতে পারেনি। শহিদুলের শেষ ওভারে তারা তুলতে পেরেছে কেবল ১ রান।


আরো পড়ুন

ওয়ানডে নয়, পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

২৩ মার্চ ২৫
পাকিস্তানে ওয়ানডে নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, ফাইল ফটো

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নাইম শেখের ২৩ বলে ৪৩ ও তাহজিবুল ইসলামের ৩১ রানের ইনিংসে ভর করে ১৬২ রানের পুঁজি পায় মেট্রো। মূলত শেষের ব্যাটারদের ব্যর্থতার কারণেই তাদের রান আর বাড়েনি। দলটির শেষের ছয় ব্যাটারের কেউই পাননি দুই অঙ্কের দেখা। রাজশাহীর হয়ে মোহর শেখ একাই নেন ৩ উইকেট। আর ২টি উইকেট নেন নিহাদউজ্জামান। আর একটি করে উইকেট যায় শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, ফরহাদ ও সাব্বির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball