বাংলাদেশকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে: স্যামি
![সংগৃহীত](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/1r430345fc5d21fX1iGfbf61.jpg)
ছবি: সংগৃহীত
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
এমনকি বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন স্যামি। সাবেক এই অলরাউন্ডারের কোচিং দর্শন, কোনও দলকেই ছোটো করে না নেয়া। মূলত ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটীয় সামর্থ্য বিবেচনা করা আরও বেশি সতর্ক এই কোচ।
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২৫![ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের, ফাইল ছবি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/b0dc4dc8zo0cGq07359eWc72.jpg)
ক্রিকফ্রেঞ্জিকে স্যামি বলেন, 'আমরা ক্রিকেট টা খেলি জিতার জন্যই। আমরা কোন দলকেই হালকা ভাবে নেই না। বাংলাদেশ দলটা অভিজ্ঞতায় পরিপূর্ন। তারা অনেক ভালো ক্রিকেট খেলে। বাংলাদেশকে হারাতে হলে আমাদেরকেও নিজেদের সেরা খেলাটা দিতে হবে। ধন্যবাদ।'
'আমি যখন অন্য কোন দেশের খেলা দেখি, তখন তাদের বিপক্ষে কীভাবে জয় লাভ করা যায়, সে কথাই চিন্তা করি। বাংলাদেশ বেশ কিছু ভালো ক্রিকেটার পেয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আমার কাজ হলো এখানেও ভালো প্লেয়ার খুজে বের করা এবং প্রতিপক্ষের বিপক্ষে তাদের তৈরি করা। আমরা সেটাই করছি।'
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
ওয়ানডে সিরিজ খেলতে সেন্ট কিটসে বাংলাদেশ দল পা রাখার পরই হোটেলে তাদের সঙ্গে দেখা হয় স্যামির। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আলিঙ্গন করেন তিনি। এরপর তাদের গল্পে মাততেও দেখা যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন সৈকত
৭ ঘন্টা আগে![চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফাইল ফটো](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/d32FbfT91j7NKc7eb5a9s5c4.jpg)
রাজশাহীতে সেবার স্যামির নেতৃত্বে খেলেছিলেন মিরাজ। পুরোনো সতীর্থকে পেয়ে তাই আনন্দে গল্প জুড়ে দেন স্যামি। তার কাছ থেকে শিখে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো কিছু করবেন মিরাজ, ক্রিকফ্রেঞ্জির কাছে এমন প্রত্যাশার কথা জানান স্যামি।
তিনি বলেন, 'পুরোনো সতীর্থের সঙ্গে দেখা হওয়া সব সময়ই ভালো ব্যাপার। আমি যখন রাজশাহীতে তার অধিনায়ক ছিলাম, সে তখন অনেক ছোট ছিলো। আমাদের সেখানে অনেক ভালো সময় কেটেছে। এখন মনেই হচ্ছেনা তার সঙ্গে আমার অনেকদিন পর দেখা।'
'সতীর্থের সঙ্গে এমন সাক্ষাত নিশ্চিতভাবেই অনেক আনন্দ দেয়। তার জন্য অনেক শুভকামনা থাকলো, তার উন্নতি দেখে ভালো লাগছে। সে এখন একজন লিডার। আশা করছি যখন তাকে নেতৃত্ব দিয়েছিলাম, তখন সে অনেক কিছুই শিখেছে আমার কাছ থেকে, যা সে খেলায় কাজে লাগাতে পারবে।'