যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষেই লড়তে পারি: তাইজুল
ছবি: সংগৃহীত
বড় লক্ষ্যে খেলতে নামা ক্যারিবিয়ানদের সামনে ছিল দেড় দিনের কিছুটা বেশি সময়। যদিও এতো সময় তাদের দেননি তাইজুল। ক্রেইগ ব্র্যাথওয়েট, মিকাইল লুইস, কাভেম হজ, অ্যালিক অ্যাথানেজ এবং জশুয়া দা সিলভার মতো স্বীকৃত ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইউনিটের মূল কান্ডারিদের ফিরিয়েছেন তাইজুল পিছিয়ে ছিলেন না বাকি বোলাররাও। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন, একটি উইকেট নেন নাহিদ রানা।
টেস্ট ক্যারিয়ারে ১৫তম বার পাঁচ উইকেট পাওয়া তাইজুল ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।’
‘এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে , আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আমরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি।’
অ্যান্টিগা টেস্ট জয়ের মুখ্য ভূমিকা রাখেন জাকের আলী। দ্বিতীয় ইনিংসে ১০৬ বলে আটটি চার ও পাঁচটি ছক্কায় ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার পাশাপাশি ৩৯ বলে মিরাজের ৪২ কিংবা ৮২ বলে সাদমান ইসলামের ৪৬ রানে ইনিংসগুলোও কাজে দিয়েছে বাংলাদেশের।