মামুন-রিশাদদের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতল রংপুর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো এনসিএলে ময়মনসিংহ বিভাগ
৯ আগস্ট ২৫
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত সূচনা পেল রংপুর বিভাগ। চট্টগ্রাম বিভাগকে ইনিংস এবং ৮১ রানে হারিয়েছে আবদুল্লাহ আল মামুনের দল। বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামকে ১০৩ রানে অলআউট করার পর পরের ইনিংসে দলটিকে ৮৯ রানে গুঁটিয়ে দেয় তারা।
১৭০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম বিভাগ। প্রথম ওভারেই রংপুরকে উইকেট এনে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তাকে সজোরে হাঁকাতে গিয়ে মিড অনে নাঈম ইসলামের তালুবন্দী হন সাদিকুর রহমান (০)।
ইনিংসের ষষ্ঠ ওভারেই দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। এবার শরিফুল ইসলাম বিদায় করেন ১৮ বলে দুই রান করা সাব্বির হোসেন শিকদারকে। উইকেটের পেছনে ক্যাচটি লুফে নেন মিম মোসাদ্দেক। প্রতিরোধ গড়তে গিয়ে ব্যর্থ হন শাহাদাত হোসেন দিপু।
চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান ১৯ বলে ১১ রান করা দিপু। এর এক ওভার পর বিদায় নেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। আবদুল্লাহ আল মামুনের বলে লেগ বিফোর উইকেটের শিকার হওয়ার আগে ১৫ বলে চার রান করেন তিনি।

বিশ ওভারের মধ্যে আরও তিনটি উইকেট হারায় চট্টগ্রাম। সাদ্দাম হোসেন ১৬, ইরফান শুক্কুর এবং আশরাফুল হাসান দুজনই শূন্য রানে ফিরে যান। মুগ্ধর দারুণ বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাদ্দাম।
একইভাবে আবদুল্লাহ আল মামুনের বলে ফিরে যান ইরফানও। আবদুল্লাহ আল মামুনের বলে তৃতীয় স্লিপে ক্যাচ তুলে দেন মোহাম্মদ আশরাফুল হাসান। এভাবে ৪৭ রান তুলতেই আট উইকেট হারায় দলটি।
এরপর ইরফান হোসেন এবং ইয়াসিন আরাফাত মিশু মিলে ৩৯ রানের জুটি গড়েন। এই দুজনকেই বোল্ড করেন ফেরান রিশাদ হোসেন। ৩৬ বলে ১৫ রান করেন ইরফান হোসেন। ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন মিশু।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর বিভাগ (প্রথম ইনিংস)- ২৭৩/৯ ডিক্লে (৫৮ ওভার) (খালিদ ৬০, মোসাদ্দেক ৫৫*, রবিউল ৩৫, তানবীর ৩১, নাইম ২৬, রিশাদ ২০; ফাহাদ ৪/৬২, ইফতেখার ৩/২৫)।
চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস)- ১০৩/১০ (৩৭.৫ ওভার) (সাদ্দাম ৩৪, সাদিকুর ২২, ইয়াসির ১৩; রিজওয়ান ২/১, শরিফুল ২/২২, মামুন ২/২২, মুগ্ধ ২/২৪, রিশাদ ২/২৪)।
চট্টগ্রাম বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ৮৯/১০ (৩২.১ ওভার) (মিশু ২৬, সাদ্দাম ১৬, ইরফান ১৫; মামুন ৩/১৯, রিজওয়ান ২/১৯, মুগ্ধ ২/২১)।