বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচও পরিত্যক্ত, সিরিজ পাকিস্তানের

সংবাদ
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচও পরিত্যক্ত, সিরিজ পাকিস্তানের
ক্রিকেট পাকিস্তান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সফরের পুরোটা সময় বৃষ্টির বাঁধার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। দ্বিতীয় একদিনের ম্যাচের পর শেষ একদিনের ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। বৈরি আবহাওয়া ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু করা সম্ভব নয় বলে পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে প্রথম একদিনের ম্যাচে জয় পাওয়া পাকিস্তান শাহীনস সিরিজ জিতে নিয়েছে।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে প্রথম একদিনের ম্যাচে আব্বাস আফ্রিদির পেস তোপের সামনে দাঁড়াতেই পারেননি সৌম্য সরকার, নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকরা। ব্যাটিং ব্যর্থতায় প্রথম একদিনের ম্যাচে ৩৬ ওভারে মাত্র ১৮৩ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল।

সহজ লক্ষ্য তাড়ায় উসমান খান ও হাসিবউল্লাহর হাফ সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান শাহীনস। সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়েও যায় তারা। সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না হৃদয়ের দলের সামনে।

যদিও বেরসিক বৃষ্টির কারণে সেদিন মাঠে নামতে পারেননি ক্রিকেটাররা। সিরিজের শেষ ম্যাচও গেছে বৃষ্টির পেটে। যার ফলে প্রথম একদিনের ম্যাচ জেতা পাকিস্তান শাহীনস সিরিজ নিজেদের করে নিয়েছে। এর আগে চারদিনের ম্যাচের সিরিজ অবশ্য ড্র হয়েছে। চারদিনের ম্যাচেও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি।

সিরিজের প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিনের অর্ধেক সময় খেলা হয়নি। দ্বিতীয় দিন রোদের দেখা মিললেও তৃতীয় দিনের পুরোটা সময় গেছে বৃষ্টির পেটে। শেষ দিনের বৃষ্টির পর ম্যাচ ড্র হয়। পরের চারদিনের ম্যাচেও বৃষ্টির কল্যাণে ড্র হয়েছে। কোন দলই ম্যাচ জিততে না পারায় সিরিজ ভাগাভাগি করে নিয়েছে।

আরো পড়ুন: this topic