২০২৩ বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে আনতে চান ফারুক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৩ বিশ্বকাপের ব্যর্থতার কারণ জানতে কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হাসান পাপন সাংবাদিকদের কাগজ দেখিয়ে সেই সময় বলেছিলেন তদন্তের রিপোর্টে কিছুই নেই। কিন্তু সেই রিপোর্টে সত্যিকার অর্থে কি ছিল সেটা জানে না কেউই। ব্যর্থতার সেই রিপোর্ট এবার জনসম্মুখে আনার ঘোষণা দিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।
প্রত্যাশার পারদে চেপে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু মানুষের প্রত্যাশার সঙ্গে মাঠের পারফরম্যান্স মেলাতে পারেননি ক্রিকেটাররা। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়ে একটুর জন্য চ্যাম্পিয়নস ট্রফি খেলার টিকিট পেয়েছিল সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশকে হারতে হয়েছিল নেদারল্যান্ডসের মতো শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকা দলের সঙ্গেও।

ডাচদের বিপক্ষে হারের পর সাকিব নিজেই জানিয়েছিলেন, এটিই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ। এমন ভরাডুবির পর ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিবি। যেখানে আকরাম খানের সঙ্গে ছিলেন এনায়েত হোসেন, মাহবুব আনাম। বিপিএল চলাকালীন সাকিব ও তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছিলেন তারা। রিপোর্ট জমা করা হলেও ব্যর্থতার কারণ জানা যায়নি।
দুদিন আগে তদন্ত কমিটিতে থাকা আকরাম জানিয়েছেন, ব্যর্থতার পেছনের কারণ সামনে আনা উচিত। বিসিবির এই পরিচালকের চাওয়া, রিপোর্ট যেন সবার সামনে আসে। আকরামের সুরে কথা বলেছেন বিসিবির নতুন সভাপতি ফারুকও। ২০২৩ বিশ্বকাপের পাশাপাশি আগের টুর্নামেন্টের রিপোর্টগুলোও নিজেকে দেখবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
বোর্ড সভা শেষে ফারুক বলেন, ‘শেষ বিশ্বকাপের রিপোর্ট ছিল, তার আগের কিছু রিপোর্ট ছিল। সেগুলো আমি দেখতে চাই বলেছি আমি সিইওকে। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত।’
কোন প্রকার আইনি জটিলতা না থাকলে রিপোর্ট জনসম্মুখে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ফারুক। তিনি বলেন, ‘একদমই, অন্যায়। অবশ্যই আমি আনতে চাই জনসম্মুখে। আমি যেহেতু এটার পার্ট না, আমি এটা প্রকাশ করতে তো কোনো সমস্যা নেই। আমি এটা প্রকাশ করতে চাই।’