promotional_ad

২ পরিবর্তনে একদিন আগে একাদশ জানাল শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যানচেস্টারে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে চেপে ধরলেও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখা হয়নি শ্রীলঙ্কার। অভিজ্ঞ জো রুটের কল্যাণে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে ইংলিশরা। লর্ডসে দ্বিতীয় টেস্টে নামার দুদিন আগে একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


শ্রীলঙ্কা অবশ্য একাদশ ঘোষণা করেছে লর্ডস টেস্ট শুরুর ঠিক একদিন আগে। ম্যানচেস্টার টেস্টের একাদশ থেকে দুজনকে সরিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কুশল মেন্ডিস ও বিশ্ব ফার্নান্দোর জায়গায় সুযোগ পেয়েছেন পাথুম নিশানকা ও লাহিরু কুমারা। এক বিবৃতিতে ২৯ আগষ্ট শুরু হতে যাওয়া টেস্টের একাদশ প্রকাশ করে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।



promotional_ad

২০২৩ সালের এপ্রিলে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪৫ রানের ইনিংস খেলেছিলেন মেন্ডিস। পরের সাত ইনিংসে অবশ্য বিশের ঘরে ঢুকতে পারেননি একবারও। এমন পারফরম্যান্সের পরও চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফরের দলে ছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯৩ রান করে নিজের জায়গা বাঁচান তিনি।


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ মেন্ডিস অবশ্য পারফর্ম করতে পারেননি প্রত্যাশা মতো। প্রথম ইনিংসে ২৪ রান করা মেন্ডিস পরের ইনিংসে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এমন পারফরম্যান্সের পর লর্ডস টেস্টে তার বদলি হিসেবে একাদশে সুযোগ দেয়া হয়েছে নিশানকা। এখন পর্যন্ত লঙ্কানদের হয়ে ৯ টেস্টে ৫৩৭ রান করেছেন।


এক সেঞ্চুরির সঙ্গে পাঁচটি হাফ সেঞ্চুরিও আছে ২৬ বছর বয়সী এই ব্যাটারের। শ্রীলঙ্কার হয়ে সবশেষ ২০২২ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন নিশানকা। এদিকে পেস বোলিং ইউনিটেও পরিবর্তন এনেছে সফরকারীরা। বিশ্ব ফার্নান্দোর জায়গায় একাদশে জায়গা দেয়া হয়েছে লাহিরুকে। তার সঙ্গে পেস ইউনিটে থাকবেন আসিথা ফার্নান্দো ও মিলান রত্নায়েকে। এ ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউসও থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে।



শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের একাদশ- দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, পাথুম নিশানকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা এবং মিলান রত্নায়েকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball