বাংলাদেশ সিরিজে অনিশ্চিত শামি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বাড়তি সুবিধা পাচ্ছি’, ভেন্যু বিতর্ক নিয়ে শামি
৬ মার্চ ২৫
গোঁড়ালির চোটের কারণে গত বছরের অক্টোবর-নভেম্বর থেকে মাঠের বাইরে আছেন মোহাম্মদ শামি। যার ফলে সবশেষ আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। অস্ত্রোপচার শেষে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে থাকা ডানহাতি এই পেসার সুস্থ হওয়ার পথে আছেন। যার ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শামিকে পাওয়ার আশা করছিল ভারতের ম্যানেজমেন্ট। যদিও বাংলাদেশ সিরিজে অনিশ্চিত শামি।
সবশেষ ওয়ানডেতে বিশ্বকাপে ২৪ উইকেট নেয়া শামি আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন। অস্ত্রোপচারের পর গত মাসে বোলিংয়ে ফিরেছেন ৩৩ বছর বয়সী এই পেসার। ব্যথা না থাকায় একটু একটু করে বোলিংয়ে ওয়ার্কলোড বাড়ানোর চেষ্টা করছেন তিনি। শামির গোঁড়ালির চোটের উন্নতিতে বেশ খুশি নির্বাচকরা।

১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠের মৌসুম শুরু হচ্ছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার পর নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট খেলবে তারা। ঘরের মাঠে হওয়া পাঁচটি টেস্টের পর অস্ট্রেলিয়া সফরে আরও পাঁচটি টেস্ট খেলবে ভারত।
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১৩ মার্চ ২৫
আর তাই শামিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা। এদিকে শামিকে সরাসরি আন্তর্জাতিক টেস্টে খেলানোর আগে প্রস্তুতি ম্যাচে খেলানোর পক্ষে মত দিয়েছেন তারা।
গণমাধ্যমকে এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। ১১ অক্টোবর থেকে শুরু হবে বাংলার প্রথম রঞ্জি ম্যাচ। নিজের রাজ্য উত্তরপ্রদেশের বিপক্ষে সেই ম্যাচটি খেলবেন শামি। সব কিছু ঠিক থাকলে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বা তৃতীয় টেস্ট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়কে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বোর্ড কর্তারা। কোচ গৌতম গম্ভীরও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সম্পূর্ণ ফিট অবস্থায় শামিকে চান। এ কারণে শামিকে নিয়ে একটি দ্বিতীয় পরিকল্পনাও আছে বোর্ডের। রোহিত শর্মাদের আগে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত ‘এ’ দল। দু’টি চার দিনের ম্যাচ খেলবে তারা। সেখানে শামিকেও পাঠাতে চান তারা।
বোর্ডের এক কর্তা ভারতের গণমাধ্যমকে বলেন, 'শামি দীর্ঘ দিন খেলার মধ্যে নেই। চোট সারিয়ে ফিরবে। তাই ধীরে ধীরে ওর চাপ বৃদ্ধি করার কথা ভাবা হয়েছে। যাতে ওর মানিয়ে নিতে সমস্যা না হয়। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে বল করতে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শামিকে সম্পূর্ণ ফিট অবস্থায় চাই আমরা।’