promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

৭ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলতে চায় পাকিস্তান। এ কারণে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে দুটি ম্যাচেই জিততে চায় দলটি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন এমনটাই জানিয়েছেন শান মাসুদ।


বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পাকিস্তান। পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে ৯ দলের টেবিলে ষষ্ঠ স্থানে আছে দলটি। যেখানে শীর্ষে থাকা ভারত ছয়টি এবং দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া এরই মাঝে আটটি ম্যাচ জিতে নিয়েছে।



promotional_ad

২০২৩-২৫ মৌসুমের এই চক্রে ঘরের মাঠে আরও বেশি ম্যাচ জিতে পয়েন্ট অর্জন করতে চান মাসুদ। আপাতত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজকেই লক্ষ্য বানিয়েছেন পাকিস্তানের সাদা পোশাকের এই অধিনায়ক।


মাসুদ বলেন, 'আমরা এবার ফাইনাল খেলতে চাই। এজন্য ঘরের মাঠে আমাদের যত বেশি সম্ভব ম্যাচ জিততে হবে। তাই ভালো খেলতে হবে, এক্সাইটিং ক্রিকেট খেলতে হবে। শুধু সমর্থক না, আমাদের জন্যও। আমরা অবশ্য সব ফরম্যাটেই সেরা ক্রিকেট খেলতে চাই।'


এদিকে টেস্ট ক্রিকেটে বরাবরই খর্বশক্তির দল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে দলটি। তাদের নিচে আছে কেবলই ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল দল হলেও তাদের সমীহ করছেন মাসুদ।



তিনি আরও বলেন, 'আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রত্যেকেই শক্তিশালী প্রতিপক্ষ। যেকোনো প্রতিপক্ষ আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আমরা আমাদের শক্তিমত্তায় মনোযোগ রাখছি। কীভাবে আরও ভালো করা যায়, বাংলাদেশের বিপক্ষে শক্তি অনুযায়ী খেলা যায় তা নিয়েই ভাবছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball