'আমরাই ফেভারিট'

বাংলা-লঙ্কা সিরিজ
'আমরাই ফেভারিট'
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

আসন্ন টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের চেয়ে নিজেদেরকেই এগিয়ে রাখলেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। পরিসংখ্যান এবং সম্প্রতি ফর্মের বিবেচনায় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের ফেভারিট দাবী করেছেন এই লঙ্কান।

মঙ্গলবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে এমনটাই জানান তিনি। তিনি জানান, 'একজন শ্রীলঙ্কান হিসেবে বলতে পারি টি-টোয়েন্টি সিরিজে আমরাই ফেভারিট।’

এদিকে ইনজুরির কারণে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে খেলা হচ্ছেনা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। একই কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাটিংও করতে পারেননি তিনি।

এছাড়াও ইনজুরি আক্রান্ত সাকিবকে টেস্ট সিরিজেও পায়নি টাইগাররা। সব মিলিয়ে সাকিব বিহীন বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এবং টেস্ট সিরিজে হেসে খেলেই হারিয়েছে সফরকারীরা।

এদিকে টি-টুয়েন্টি সিরিজে সাকিব না থাকাতে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে মনে করছেন পেরেরা। সাকিব যেকোন সময় ম্যাচের মোড় বদলে দিতে পারেন বলেও জানান এই অলরাউন্ডার। 

তিনি আরও বলেন, ‘সবাই জানে সে (সাকিব) একজন ট্যালেন্টেড প্লেয়ার। সে ম্যাচ বদলে দিতে পারে। তাই আমি মনে করি ওর দলে না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা।’

আরো পড়ুন: this topic