ত্রিদেশীয় সিরিজে ফিরতে চান ম্যাথিউস

আন্তর্জাতিক
ত্রিদেশীয় সিরিজে ফিরতে চান ম্যাথিউস
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

চান্দিকা হাথুরুসিংহে কোচ হওয়ার পরে দ্বিতীয় দফায় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ত্রিদেশীয় সিরিজ সামলানোর জন্য দলের অধিনায়ক হিসেবেই বাংলাদেশে এসেছিলেন তিনি।

কিন্তু পুরানো হ্যামিস্ট্রিং ইনজুরিতে পরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। ছিটকে পড়েন টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। এমনকি আসন্ন টি-টুয়েন্টি সিরিজেও লঙ্কান দলের সঙ্গে দেখা যাবে না তাকে। 

তবে ইনজুরিগ্রস্ত ম্যাথিউস ফিরতে চান মার্চে অনুষ্ঠেয় নিধাস ট্রফিতে। প্রসঙ্গত, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ভারত এবং বাংলাদেশকে নিয়ে নিজেদের স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সি??িজের (নিধাস ট্রফি) আয়োজন করেছে।

"সবাই এই সিরিজের দিকে তাকিয়ে, আমিও তাদের মতোই। এটা সবার জন্যই দারুণ এক সুযোগ। ভারত কঠিন প্রতিপক্ষ এবং বাংলাদেশও সাম্প্রতিক সময়ে নিজেদের প্রমাণ করে চলেছে। আমার বিশ্বাস, এটা কঠিন সিরিজ হবে।

"আমার ইনজুরি দলকে বরাবরই বিপদে ফেলে। কিন্তু এখন আমি আমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পুনর্বাসনের সূচি পরিবর্তন করেছি, এমনকি জিম বা অনুশীলনের ধরণসহ সবকিছুই। আমি এই সিরিজের আগে ইনজুরি মুক্ত হতে চাই।" ; নিধাস ট্রফিতে খেলার জন্য এবাবেই নিজের আকাঙ্খা প্রকাশ করেছেন ম্যাথিউস।

তবে ইনজুরি কাটানোর নিশ্চয়তা নেই তার কাছে। "আমি কেবল ইনজুরির আশঙ্কা কমাতে পারি, তবে এই ইনজুরি আবারো যে হবেনা তার নিশ্চয়তা নেই। আমি আমার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ইনজুরি মুক্ত থাকতে।"

সূত্রঃ ক্রিকবাজ

আরো পড়ুন: this topic