ত্রিদেশীয় সিরিজে রেকর্ড পরিমাণ লাভের প্রত্যাশায় লঙ্কান বোর্ড

আন্তর্জাতিক
ত্রিদেশীয় সিরিজে রেকর্ড পরিমাণ লাভের প্রত্যাশায় লঙ্কান বোর্ড
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজ শেষ করার পরে মার্চের ৬ থেকে ১৮ তারিখ শ্রীলঙ্কায় গিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।

শ্রীলংকার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্যই এই সিরিজের আয়োজন করেছেন শ্রীলংকা। তবে এই সিরিজে শ্রীলংকার লাভ হবে সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

"এই সিরিজে আমরা যে পরিমাণ লাভ করবো, তা হবে শ্রীলংকার ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। আমরা বৈশ্বিক বিভিন্ন আসরে দেখেছি, এমনকি আইসিসির আসরেও দেখেছি কিভাবে একটি আসরের মার্কেটিং করা যায়। এটা হবে একটি অবিস্মরণীয় আসর।"

এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন লঙ্কান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। বৃহস্পতিবার বোর্ডের একটি সভা শেষ করে উপস্থিত সাংবাদিকদের এমনটা জানাচ্ছিলেন তিনি।

"শেষ ১৫-২০ বছর ধরে আমরা আমরা সকল ধরণের সত্ত্ব দিতাম একটি কোম্পানিকে। তারাই সব নিয়ন্ত্রণ করতো। যেমন টেলিভিশন সত্ত্ব, মার্কেটিং ইস্যুসহ সব কিছু। এবার আমরা অমন চুক্তি থেকে বের হয়ে এসেছি। সবকিছুই এবার আলাদা আলাদা নিয়ন্ত্রিত হবে।"

এদিকে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ, শ্রীলংকার পাশাপাশি তৃতীয় দল ভারত। লঙ্কান বোর্ডের সর্বোচ্চ এই অভিভাবক ভারতীয় বোর্ডের কাছেও এই সিরিজে অংশ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো পড়ুন: this topic