আফ্রিকার দলপতি হলেন মার্করাম

promotional_ad

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে (ডারবানে) আঙুল ভেঙে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের। ফলে সিরিজের বাকি ম্যাচ গুলোতে খেলতে পারছেন না তিনি। 


আর তাই দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ২৩ বছর বয়সী ওপেনার এইডেন মার্করামকে। বিষয়টি বিস্ময়ের! কেননা মার্করামের আন্তর্জাতিক অভিষেক গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে (পচেফস্ট্রুম টেস্টে)। 


এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৬ টি টেস্ট এবং ২ টি ওয়ানডে। অথচ তাকেই বানানো হল দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক! শনিবার দিন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এমন তথ্য।


promotional_ad

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ‘ভিশন ২০১৯’ ভাবনা থেকেই নাকি তরুন মার্করামকে অধিনায়ক বানানো হয়েছে। তার মাঝেই ভবিষ্যতের যোগ্য অধিনায়ক হওয়ার লক্ষ্মণ খুঁজে পেয়েছে দেশটির বোর্ড। তাকে এই ভ??মিকায় অভ্যস্ত করতেই নাকি বোর্ডের এমন সিদ্ধান্ত।


তবে বিস্ময়ের আরেকটি বিষয় হচ্ছে ভারতের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে শুরুতে জায়গাই পাননি মার্করাম। শেষমেশ চোটাক্রান্ত এবি ডি ভিলিয়ার্সের জায়গায় দলে ঢুকেছিলেন তিনি। তবে একটা বিষয়ে আফসোস থাকতেই পারে মার্করামের।


অল্পের জন্য প্রোটিয়াদের সর্বকনিষ্ঠ ক্রিকেট অধিনায়ক হতে পারলেন না তিনি। রেকর্ডটি এখনো ধরে রেখেছেন গ্রায়েম স্মিথ। ২০০৩ সালে আকস্মিকভাবে ২২ বছর ৫৯ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল গ্রায়েম স্মিথকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball