উইকেট দেখেই একাদশ নির্বাচন

আন্তর্জাতিক
উইকেট দেখেই একাদশ নির্বাচন
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের উইকেট  স্পিন বান্ধব হবে বলে মনে করেন টাইগারদের টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এসে রিয়াদ জানিয়েছেন উইকেট নিয়ে তাঁর প্রত্যাশার কথা। 

স্পিনিং ট্র্যাক হলে সেক্ষেত্রে দলের বোলারদের বাড়তি দায়িত্ব নিয়ে বল করতে হবে বলে মনে করেন রিয়াদ। বিশেষ করে শুরুতেই প্রতিপক্ষের উইকেট নিয়ে ব্রেক থ্রু এনে দেয়ার ব্যাপারে স্পিনারদের ওপরই ভরসা রাখছেন রিয়াদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন,  

'চিটাগংয়ে সবসময় ফ্ল্যাট ট্র্যাক হয়ে থাকে। এবার হয়তো একটু স্পিন থাকতে পারে। আমার মনে আমাদের ব্যাটসম্যানের সাথে বোলারদেরও দায়িত্ব নিতে হবে। শুরুতেই ওদের উইকেট নিতে হবে। আগে ব্যাট করলে বড় পার্টনারশিপ গড়তে হবে। বেসিক জিনিস গুলো ঠিকঠাক করতে হবে।' 

মূলত উইকেট বিশ্লেষণ করার পরেই একাদশে কয়জন স্পিনার রাখা হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সাকিবের পরিবর্তে অধিনায়কে দায়িত্ব প্রাপ্ত মাহমুদউল্লাহ। তবে লঙ্কানদের বিপক্ষে যে স্পিনারদের ওপরেই বেশি প্রত্যাশা থাকবে সেটি অকপটে স্বীকারও করেছেন তিনি। রিয়াদের ভাষ্যমতে,

'স্কোয়াডে ছয় স্পিনার থাকায় আপনারা হয়তো অনুমান করতে পারছেন কি হতে পারে। আমি আগেই বলেছি উইকেট হয়তো একটু স্পিন বান্ধব হতে পারে। আমি মনে করি আমরা হোম কন্ডিশনে স্পিনারদের উপর বেশি নির্ভরশীল। এটাই আমাদের শক্তি, আমরা স্পিনারদের ব্যাক আপ করার চেষ্টা করবো।'

আরো পড়ুন: this topic