সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই তামিমের

ত্রিদেশীয় সিরিজ
সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই তামিমের
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

জিম্বাবুয়ের এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে ৮৪ রান করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দুই ম্যাচেই সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে তামিমকে। যদিও এই বিষয় নিয়ে খুব একটা হতাশ নন তিনি।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে আবারো মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে সেঞ্চুরি না পাওয়ার বিষয়ে কথা বলেছেন ড্যাশিং এই ওপেনার। শতক না পেলেও নিজেকে খুব একটা আনলাকি ভাবছেন না জানিয়ে তামিম বলেছেন, 

'আনলাকি না বাট আমার কাছে মনে হয় যে সেকেন্ড ম্যাচে আমি যেভাবে খেলছিলাম একটা সময় ছিল যে আমি স্টার্ট্ করেছি খুবই স্লো। আমার কাছে যেটা সবচে ভাল লেগেছে ওই ইনিংসের ব্যাপারে যে আমি উইকেটটা থ্রো করি নাই।'

নিজের খেলাটা সময়মতো খেলতে পেরে বেশ সন্তুষ্টও তামিম। নিজের ইনিংসটিকে ভালো ভাবে সাজাতে সক্ষম হয়েছেন জানিয়ে তাঁর ভাষ্য, 'আমি উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছিলাম, যখন সময় এসেছে আমি ওদের একজন বোলারকে টার্গেট করতে পেরেছি। ওইভাবে করে খেলছিলাম, আমি মনে করি আমি আমার ইনিংসটিকে ভালোভাবে সাজাতে পেরেছি।'

তামিম আরো বলেন, 'এরপর আবার যখন কন্ট্রেোলের দরকার ছিল আমি সেভাবে ব্যাট করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আই হ্যাড অ্যা ডিসেন্ট বল, ইট ওয়াজ অ্যা গুড বল। কিছু বলার নেই। অন্তত একটা জিনিস ভালো আমি উইকেট ছুঁড়ে দিয়ে আসিনি। সুতরাং এটি নিয়েই আমি খুশি।'

আরো পড়ুন: this topic