ধুঁকছে জিম্বাবুয়ে

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট খুইয়ে ধুঁকছে জিম্বাবুয়ে দল।
দুই ওপেনার মাসাকাদজা ও মিরের ব্যাটে ভালো সূচনার পরও সুবিধা নিতে পারেনি গ্রাহাম ক্রিমাররা। ব্যাটিং পাওয়ারপ্লেরে ভালো খেলার পর দশম ওভারে এসে মাসাকাদজাকে ফেরান ইনফর্ম থিসারা পেরেরা।
সেখানেই থামেন নি এই লঙ্কান অলরাউন্ডার। ২০ রানে মাসাকাদজাকে ফেরানোর পর নতুন ব্যাটসম্যান আরভিনকে মাতর ২ রানে সাজঘরে পাঠান তিনি। ওপেনার মিরে ২১ রান যোগ করে ফের থিসারার ফাঁদে পা দেন।

দ্রুত তিন উইকেট হারিয়ে বসা জিম্বাবুয়েকে পথে ফেরাতে মাঠে নামেন রানের মধ্যে থাকা সিকান্দার রাজা। কিন্তু দলে ফেরা চায়নাম্যান সান্দাকানের স্পিনে পরাস্ত হন ৮ রান করা রাজা।
ইনিংসের ১৫তম ওভারেই চার উইকেট হারিয়ে বসা জিম্বাবুয়ের স্কোর তখন ৭৩ রান।
জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, সলেমন মিরে, ক্রেইগ এর্ভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, গ্রাহাম ক্রিমার, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ব্লসিং মুসারাবানি।
শ্রীলঙ্কা: কুশল পেরেরা, উপল থারাঙ্গা, কুসাল মেন্ডিস, নিরশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারাত্না, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, সুরঙ্গা লাকমল, লাক্সমান সান্দাকান, নুয়ান প্রদীপ।