৯ উইকেটের পরাজয়ের পর অধিনায়ক রস্টন চেজ জানান, ম্যাচে তারা ভালো অবস্থানে থেকেও নিজেদের ভুলের কারণে ব্যাটিং ধস নামিয়েছে। তিনি স্পষ্টভাবেই জানান এই পরাজয়ের দায় কন্ডিশনের ওপর চাপিয়ে দিলে চলবে না।
চেজ বলেন, 'আজ সকালে পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম। প্রথম ইনিংসে আরও রান পাওয়া উচিত ছিল। কয়েকজন ব্যাটার শুরু পেয়েও বড় কিছু করতে পারেনি। প্রথম ইনিংসে যে রানগুলো আমরা তুলতে পারিনি, মনে হয়েছিল দ্বিতীয় ইনিংসে সেটা পূরণ করতে পারব, কিন্তু হলো না। বোলাররা আমাদের দারুণভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিল, তাই এই হার খুব হতাশাজনক।'
তিনি আরও যোগ করেন, 'উইকেট এমন ছিল না যে রান করা যাবে না। প্রথম টেস্টের তুলনায় এখানে বল ততটা নড়ছিল না। আমরা কয়েক জায়গায় ভুল করেছি, আর সেখান থেকেই ম্যাচটা আমাদের হাতছাড়া হয়েছে।'
চেজ স্বীকার করেন, পুরো সিরিজ জুড়েই ব্যাটিং সমস্যাটা স্পষ্ট। ব্যাটাররা ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারেনি, '৩০–৪০ রানে পৌঁছে নিজেরাই উইকেট দিয়ে আসছি। নিউজিল্যান্ডে প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ। শুরুতে বল বেশি নড়াচড়া করে, তাই বড় সংগ্রহ আপনাকে ম্যাচে এগিয়ে দেয়।'
নিউজিল্যান্ডের মাটিতে শেষবার ১৯৯৫ সালে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ইতিহাস মনে করিয়ে এবারো জয়ে ফেরার লক্ষ্যে অনড় অবস্থানে চেজ। বোলারদের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী তিনি।
'নিউজিল্যান্ডে আমরা শেষবার জিতেছি ১৯৯৫ সালে। এখান থেকে জিতেই ফিরতে চাই। আমরা বিশ্বাস করি, জয় সম্ভব। ধারাবাহিক হতে হবে শুধু। আমাদের বোলাররা দেখিয়েছে যে তারা প্রয়োজনীয় দশ বা কুড়ি উইকেট তুলতে পারে।'
'ম্যাচের পর ড্রেসিংরুমে আমরা এসব নিয়ে কথা বলি। সবাইকে নিজের পারফরম্যান্সের জন্য জবাবদিহি করতে হয়। কিন্তু শুধু কথা বললেই হবে না, মাঠে নেমে পরিস্থিতি সামাল দেয়ার পথ খুঁজতে হবে।'