পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন। আর স্পিন বোলিং অলরাউন্ডার গ্রোইন ইনজুড়িতে ভুগছেন। সিরিজের বাকি অংশে এই তিনজনকে আর পাচ্ছে না নিউজিল্যান্ড। বিকল্প হিসেবে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত করা হয়েছে গ্লেন ফিলিপসকে।
প্লাংকেট শিল্ডে নিজের ফিটনেস প্রমাণ করার পর এখন তিনি ওয়েলিংটন টেস্টের একাদশে জায়গা পাওয়ার দৌড়েও অনেকটাই এগিয়ে আছেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের জন্য আরেকটি স্বস্তির খবর ড্যারিল মিচেল ফিরেছেন দ্বিতীয় টেস্টে। উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল অবশ্য দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না।
ক্রাইস্টচার্চে প্রথম দিন ব্যাটিংয়ের সময় তার হ্যামস্ট্রিংয়ের টান লাগে। তার জায়গায় ডাকা হয়েছে মিচেল হে'কে। এই উইকেটকিপার ব্যাটার অভিষেকের অপেক্ষায় আছেন। নিউজিল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মাইকেল রে। এবার নর্দান ডিস্ট্রিক্টসের পেস-বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে স্কোয়াডে ডেকেছে নির্বাচকরা।
কাইল জেমিসন ও উইল ও'রুর্কি এখনো ‘রিটার্ন-টু-প্লে’ প্রোটোকল মেনে চলায় নিউজিল্যান্ডকে শেষ মুহূর্তে একাধিক ব্যাকআপ খেলোয়াড় জোগাড় করতে হচ্ছে। ১০ নভেম্বর শুরু হবে ওয়েলিংটন টেস্ট। আগের ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের স্কোয়াড-
টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, জ্যাক ফকস, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার, মাইকেল রে, ক্রিস্টিয়ান ক্লার্ক।