সিরিজের মাঝপথে নিউজিল্যান্ড স্কোয়াডে একাধিক পরিবর্তন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
সিরিজের মাঝপথে নিউজিল্যান্ড স্কোয়াডে একাধিক পরিবর্তন
নিউজিল্যান্ড দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন মাইকেল রে। চোটের কারণে দলের পেস আক্রমণে ঘাটতি তৈরি হওয়ায় ডাকা হয়েছে ৩০ বছর বয়সী এই পেসারকে।

ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট চলাকালীন চোটে পড়েন ম্যাট হেনরি ও নাথান স্মিথ। ম্যাচের মধ্যবর্তী স্বল্প বিরতির কারণে দুজনেরই ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা খুব কম।

আন্তর্জাতিক মঞ্চে অপরিচিত হলেও নিউজিল্যান্ডের ক্যানটারবারির হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ রে। তিনি এখন পর্যন্ত ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ইংলিশ কাউন্টি ওয়ারউইকশায়ারের হয়েও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি।

রবিবার ওয়েলিংটনে পৌঁছে প্রস্তুতি শুরু করেছেন রে। তার সঙ্গে রিজার্ভ পেসার ব্লেয়ার টিকনারও দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে উইকেটকিপার টম ব্লান্ডেল বাদ পড়ায় দলে ডাক পেয়েছেন মিচেল হে।

ওয়েলিংটনে টেস্ট অভিষেকের সম্ভাবনা বেশ উজ্জ্বল ২৫ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার হে'র। এ ছাড়াও কোচ রব ওয়াল্টার নজর রাখছেন জ্যাকব ডাফি ও জ্যাক ফক্সের ওপর।

ক্রাইস্টচার্চে লড়াই করে ড্র পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে ওয়েলিংটনে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আরো পড়ুন: নিউজিল্যান্ড