জয়সাওয়ালের সেঞ্চুরিতে ভারতের দাপুটে সিরিজ জয়

ভারত-সাউথ আফ্রিকা সিরিজ
জয়সাওয়ালের সেঞ্চুরিতে ভারতের দাপুটে সিরিজ জয়
সেঞ্চুরির পর জয়সাওয়ালের উচ্ছ্বাস, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টেস্ট ও টি-টোয়েন্টি দলে ভারতের নিয়মিত মুখ ইয়াসভি জয়সাওয়াল। তবে ওয়ানডেতে নিজের ছাপ রাখতে পারছিলেন না। তবে চতুর্থ ম্যাচেই নতুন করে নিজেকে চিনিয়েছেন ভারতের এই ওপেনার। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলেছেন ১২১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস।

আর তাতেই সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। এদিন ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও জয়সাওয়াল। তারা ওপেনিং জুটিতেই তোলেন ১৫৫ রান। এরপর ভারতের আর পিছু ফিরে তাকে হয়নি। দারুণ শুরুর পর রোহিত খেলেছেন ৭৩ বলে ৭৫ রানের ইনিংস।

রোহিত ফিরলে জয়সাওয়ালকে নিয়ে ভারতের ইনিংস টানেন বিরাট কোহলি। তিনি ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। আর তাতেই ১৩ বল হাতে রেখেই সাউথ আফ্রিকার দেয়া ২৭১ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিক ভারত।

এর আগে এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার হয়ে সেঞ্চুরি তুলে নেন কুইন্টন ডি কক। যদিও প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদবের দারুণ বোলিংয়ের সামনে ২৭০ রানেই থামতে হয় প্রোটিয়াদের। এদিন ২০ ম্যাচ পর টস জেতে ভারত। জিতেই প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায়।

শুরুটা একেবারেই ভালো হয়নি সাউথ আফ্রিকার। শূন্য রানে ফেরেন রায়ান রিকেলটন। এরপর টেম্বা বাভুমা ও ডি কক টানেন প্রোটিয়াদের। দুজনে দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন। বাভুমা ৪৮ রান করে আউট হন। এরপর ম্যাথু ব্রিটজকে ২৪ ও ডেওয়াল্ড ব্রেভিস ২৯ রান করলেও আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

৮০ বলে সেঞ্চুরি হাঁকান ডি কক। ৮৯ বলে ১০৬ রানের ইনিংসে ৮টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার। আর তাতেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত হয় প্রোটিয়াদের। ভারতের হয়ে ৪টি করে উইকেট নেন কৃষ্ণা ও কুলদীপ। বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন আর্শদীপ সিং ও রবীন্দ্র জাদেজা।

আরো পড়ুন: ইয়াসভি জয়সাওয়াল