ক্রাইস্টচার্চ টেস্টে ক্যারিবিয়ানদের ৫৩১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ৭৪ ওভারে ৪ উইকেটে ২১২ রান করেন চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজকে সামনে থেকে পথ দেখাচ্ছেন শাই হোপ। তিনি সেঞ্চুরি তুলে নিয়ে ১১৬ রান করে অপরাজিত আছেন।
তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন জাস্টিন গ্রিভস। তিনি অপরাজিত ৫৫ রানে। ওয়েস্ট ইন্ডিজ এখনও পিছিয়ে আছে ৩১৯ রানে। হোপ ও গ্রিভসের জুটি অক্ষত আছে ১৪০ রানে। এই জুটির কারণেই জয়ের পাল্লা অনেকটা ওয়েস্ট ইন্ডিজের দিকে। জয় তুলে নিতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের লড়াই দেখার জন্য অনেকের চোখ থাকবে শেষ দিনে।
এদিন ৪ উইকেটে ৪১৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। চতুর্থ দিনে তারা ৪ উইকেটে ৪৯ রান যোগ করতে পেরেছে কেবল। জ্যাকব ডাফি ১০ রান করে আউট হলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ৭৮ রানে নিয়েছেন ৫ উইকেট।
টেস্টে ১২তমবারের মতো পাঁচ উইকেট পেলেন তিনি। নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহে বড় অবদান রাচিন রবীন্দ্রর। এই ব্যাতার ১৭৬ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি ১৪৫ রান করেছেন অধিনায়ক টম লাথাম। এর আগে প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নিশ্চিত করেছিল সাউথ আফ্রিকা।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। এক সময় তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭২ রান। সেখান থেকেই দলের হাল ধরেন হোপ ও গ্রিভস। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও ম্যাট হেনরি।