শনিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে কাগিসো রাবাদার চোট। কলকাতায় অনুশীলনের সময় পাঁজরে চোট পাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে এনগিডিকে স্কোয়াডে যুক্ত করেছে নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এনগিডি আর টেস্ট খেলেননি। দীর্ঘ চোট কাটিয়ে তিনি দলে ফিরলেন।
ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগেই এনগিডি দলের সঙ্গে যোগ দিলে তার অন্তর্ভুক্তি নিয়ে ধারণা তৈরি হয়। এদিকে শুধু রাবাদার নয়, আরও কয়েকজন ক্রিকেটারের ফিটনেসও সাউথ আফ্রিকার ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রথম টেস্টে আট উইকেট নেওয়া সাইমন হার্মারের কাঁধে চোট রয়েছে। পেসার মার্কো জানসেনও কুঁচকির হালকা চোটে ভুগছেন। ফলে পেস বিভাগে বাড়তি সহায়তা হিসেবে এনগিডিকে নেয়া অপরিহার্য হয়ে পড়ে।